এটা আমার ২য় ছবি ব্লগ. এইখানে আমার তোলা কিছু ছবি শেয়ার করতে যাচ্ছি. ছবির কোয়ালিটি খুব আহামরি কিছু না, বেশিরভাগই মোবাইলে তোলা. তবে স্থান, কাল বিশেষে আমার কাছে ছবিগুলোর বিশেষ আবেদন আছে. প্রফেশনালরা যারা দেখবেন, ভুল-ত্রুটি গুলো ইগনোর করবেন এবং সাজেশন দিতে পারেন। আর হ্যা, এই স্টার্টিং লাইন গুলো আমার ১ম ছবি ব্লগেও ছিল, কি ভূমিকা দিবো ভেবে না পেয়ে ঐ লাইন গুলোই কপি করে দিলাম।
১. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ভিসা সেন্টার। ইন্ডিয়া যাওয়ার জন্য কত্ত ভিড় !!!
২. মেঘলা আকাশ ও বিষন্ন মন।
৩. দড়াটানা ব্রিজ, এই ব্রিজটা ঠিক ধনুকের মত বাঁকা। এতটাই বাঁকা যে মনে হয় আকাশের সাথে মিলে গেছে।
৪. এই ছবিটার মাঝে একটা ওয়ার্ম ওয়ার্ম ভাব আছে। শেষ বিকালের দিকে আমার খুব পছন্দের সময়ে তোলা।
৫. শেষ বিকালে তোলা আরেকটা ছবি, আরেকটু মাঁপজোক করে তুলতে পারলে খুব সুন্দর একটা ছবি হত।
৬. এলিয়েনের হাত !!!
৭. এইডা কিন্তু ঠিয়া পক্ষী না। বাই দা ওয়ে, ছবিটা অনেক কিউট হইতে পারতো, আমি তুলি নাই বলে হয় নাই।
৮. হা হা প গে !!!
৯. একটা মুখোশ আঁকতে যেয়ে মাখিয়ে ফেলেছি।
১০. মোবাইলে সামু পড়তে যেয়ে ব্লু-স্ক্রীন এরর চলে আসছে।
১১. কোনটা ভাল লাগে ?!? বামপাশেরটার জন্য লাইক, ডানপাশেরটার জন্য কমেন্ট !!!
১২. সবশেষে একটা ফটোশপড ফটো- ১মটা আসল, পরেরটা ফটোশপড।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪৫