এখনো আছে সময়, আমি জানি
এ হাল ছাড়ব না তাই আমি!
ছাড়বো না কখনো!
না না না! ছাড়ব না!
আমি তো আমার পথ খুঁজে নিতে জানি!
জানি-ই!!!
জানি!
আমি শক্তি,
আমি সাহস,
আমি অনির্ভর!
আমি স্বাধীন!
চারপাশে ছড়িয়ে আছে পরাধীনতার জঙ্গল!
আসবে শতকথা, আছে নেই মঙ্গল!
পথে তো থাকবেই বিছানো কাঁটা,
সন্তপর্নে রাখতে হবে পা-টা!!
জানি-আমি জানি!!
আমি খেলব!
আমি জিতব!
আমি কেড়ে নেব জয়!
আকাশে কালো মেঘের ভেলা!
আসবে কালবোশেখীর অশান্ত সে খেলা!
কেড়ে নেবই নেব এ বিজয়! আমারি!!
বিশ্বাস করি নিজেকে আমি!
এই বৈপরিত্যের সাথে!
আমি খেলব!
আমি জিতব!
গলায় তৃষ্ণা জাগলে,
হৃদ শুকিয়ে যেতে পারে!
আমি মরিচীকা চিনে নেব!
কখনো বলব না
বৃষ্টি আমাকে দিতে হবে!
আছে কোথাও, আছে কাছেই
আমি খুঁজে নেব আমার ভাগ্য আমি নিজেই!
আমি অন্য, আমি ভিন্ন, আমি স্বতন্ত্র!
কোথাও কেউ অবশ্যই আছে
আমার দুর্দিনের জন্য!
না না না!
কখনোই না!
আমি আমারি জন্য!
আমি ধরব, সময়ের হাল!
চিনে নিবো, অচেনা চলকের চাল!
সময়ের দ্রোহ দমন করে হব আমি তার প্রভু!
বিক্ষিপ্ত মুহুর্তগুলো মহাশুন্যে দেব ভাসিয়ে! সুযোগ দেব না কভু!
আমি চিনে নেব, আমারি পথ! আমারি জগত! আমাকে গড়তেই হবে!! হবে!!
জানি আমি! আমি জানি! খুব করে জানি! জানি আমি! আমি জানি!!
হাল ছাড়ব না তাই! ছাড়ব না!! ছাড়বো না কখনো!
এখনো আছে সময়, আমি জানি
না না না! কখনো না!
হাল ছাড়ব না!
কখনো না!
না!
|
|
|
|
|
|
__________________________________________________
কেমন হলো বলে যান! এইটা নিয়া ভিডিও-বাজি করার ইচ্ছে আছে! |
__________________________________________________
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪২