মত প্রকাশের স্বাধীনতা কিংবা গণতান্ত্রিক অধিকার যেটাই বলেন, ব্লগিংয়ের নামে, লেখালেখির নামে যে বিশ্রী একটা অবস্থা চলতেছে সামহোয়ারইনে এটা এই ব্লগে আমার দেখা ওরসেষ্ট সিচুয়েশন এভার।
হচ্ছেটা কী???
এক ইডেন কলেজ নিয়া উদরাময় আক্রান্তের মতো জলবিয়োগ করতেছে এক দল ছাগল। এইসব পোষ্টের বক্তব্য যা-খুশি তা হোক, শিরোনামে কন্টেন্টের যে আভাস দেয়া হচ্ছে তা খুবই আপত্তিজনক। এইসব পোষ্টের খবরের সত্যাসত্য যাচাই পরের বিষয়, দায়িত্ব জ্ঞানহীনের মতো এভাবে একটা প্রচার মাধ্যমে একটাকলেজ এবং সেখানে অধ্যয়নরতা ছাত্রীদের কলংকিত করার অপচেষ্টা কোন বিচারেই কাম্য হতে পারেনা। এমনকি সত্যি হলেও অনেক খবর প্রচারে একটি দায়িত্ত্বশীল মিডিয়ারও নৈতিক একটা অবস্থান থাকে। এই বিষয়ে মাত্র দুইটা আপত্তি জানায়া পোষ্ট শেষ করবো:
১. যারা এইসব পোষ্ট দিয়ে ছাত্রলীগের হোগায় বাঁশ দেওনের সুখ পাইতেছেন, তারা বা তাদের কোনো বন্ধু বা আত্নীয় কি ইডেনে পড়ে না? না পড়লে না-ই, অন্য কারু তো পড়তে পারে, তার কথা একটু ভাবেন। ছাত্রলীগ বা সরকারের ছিদ্রান্বেষের জন্যে এইটা খুবই কুরুচিপূর্ন একটা উপায়, সেইটা ছাগু ছাড়া বিবেকবান মানুষ মাত্রেরই বোঝা উচিৎ। এইসব নিয়া পোষ্টে অনেকেই আবার ছাত্রলীগরে ভর্তসনা করতেছেন। দয়া কৈরা ভরতসনা কৈরা বিকল্প পোষ্ট দেন, মূল বিষয় হয়ে উঠেছে "ইডেনে ছাত্রীদের দেহ ব্যবসা"...!!!
২. এইভাবে একটা ইসূ্যূতে যেভাবে ফ্লাডিং হচ্ছে, তাতে মনে হতে পারে দেশের মানুষ খায়া না খায়া ইডেন কলেজের ছাত্রীদের খবর জানতে রাফায়া পড়ছে। অথচ, পরিস্থিতি এর ধারে কাছেওনা। আজাইরা গুরুত্ব দিয়া ফালতু একটা বিষয় সামনে আনার ছাগোলীয় চেষ্টা দেইখা বুঝতে কষ্ট হয়না যে নিজেদের কূকীর্তি ঢাকার জন্যে যা পাচ্ছে তাই খামচে ধরছে হারামীরা। জামাত শিবিরের কুত্তাগুলানের উদ্দেশ্যে একটাই বলার আছে...এইসব বালছাল ছিড়া আব্বাগো বিচার ঠেকাইতে পারবা না। পারলে চেষ্টা কৈরা যাও।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১০ রাত ১০:৫৭