জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১
গুগল ফ্রেন্ড কানেক্ট:
এই সার্ভিসের কাজ হল বিভিন্ন সোস্যাল নেটওয়ার্কিং ও অন্যান্য সাইটে ছড়িয়ে থাকা আপনার বন্ধুদের সাথে যোগাযোগ স্থাপন করা। এতে আবার কমেন্ট ট্রান্সলেশন অপশনও আছে। এতে আপনার বন্ধু অন্য কোন ভাষায় কমেন্ট করলেও আপনি তা ট্রান্সলেট করে দেখতে পারবেন। কেনাকাটার সাইটে কোন কিছু কেনার আগে আপনি দেখতে পারবেন আপনার কোন বন্ধু আগেই এই প্রোডাক্টটি কিনেছে কিনা বা কিনে থাকলে সেটা সম্পর্কে তার মতামত কি। নিজের প্রোফাইল সহ কমেন্ট করতে পারবেন সাপোর্টেড ব্লগ বা নিউজ সাইটগুলোতে।
গুগল ফাস্ট ফ্লিপ:
গুগল ফাস্ট ফ্লিপ হল একটি নিউজ অ্যাগরিগেটর সার্ভিস। গুগল নিউজের সাথে এর পার্থক্য হল এতে আপনি পাবলিশার বা ঘটনা অনুসারে সাজানো নিউজ পাবেন। খবরগুলোর নেভিগেশন সিস্টেম গুগল নিউজের মত হলেও ক্লিক করলে সংশ্লিষ্ট সাইটে চলে যাবে। অনেকটা ম্যাগাজিনের পাতা উল্টানোর মত আপনি খুব সহজেই মাউস স্ক্রল করে বা কার্সরের মাধ্যমে মুভ করতে পারবেন।
http://fastflip.googlelabs.com/
গুগল গ্যাজেটস:
গুগল গ্যাজেটের মাধ্যমে ওয়েবে বা নিজের ডেস্কটপে ডায়নামিক কন্টেন্ট যোগ করা সম্ভব। হতে পারে তা নিজের আইগুগল পেজ, ব্লগ, ওয়েব পেজ বা গুগল ডেস্কটপ। যে কেউ নিজের তৈরি কন্টেন্ট পাবলিশ করতে পারেন এর মাধ্যমে।
গুগল লাইভলি:
বর্তমানে এ সার্ভিসটি বন্ধ।
এটি গুগলের ভার্চুয়াল দুনিয়া। এতে আপনি আপনার নিজস্ব রুম তৈরি করতে পারেন। সেটি ইচ্ছামত সাজাতে পারেন। ডিজাইন করতে বা রং বদলাতে পারেন, পিকাসা বা ইউটিউব থেকে ছবি দেয়ালের ফ্রেমে ঝুলাতে পারেন। একসাথে ২০ জন পর্যন্ত চ্যাট করা সম্ভব রুমগুলোতে। আপনি এবং অন্যরা এক একটি কার্টুন ক্যারেক্টার হিসেবে রুমে একে অন্যকে দেখতে পারবেন। এবং আপনাদের কথাগুলো বাবল হিসেবে দেখা যাবে।
গুগল ল্যাটিচুড:
গুগলের লোকেশন ট্র্যাকিং সার্ভিস। মোবাইল ফোনে গুগল ম্যাপস ব্যবহার করে একজন ব্যবহারকারী তার নিজের বর্তমান অবস্থান অন্যদের জানাতে পারেন। ব্ল্যাকবেরী, উইন্ডোজ মোবাইল, অ্যান্ড্রোয়েড, আইফোন আর সিম্বিয়ান প্লাটফর্মে কাজ করে এটি। ফাঁকিবাজীর ব্যবস্থাও আছে কিন্তু আপনি চাইলে শুধু শহরের নাম দেখাতে পারেন, এমনকি নিজে যে কোন লোকেশন ম্যানূয়ালী লিখেও দিতে পারেন!!! ঢাকায় বসে সিডনী লিখে দিলে সবাই দেখবে আপনি সিডনীতে " ঠিকানা http://www.google.com/latitude
গুগল মার্স:
আমাদের মত নাদানদের মঙ্গল গ্রহ দেখার সুব্যবস্থা করে দিয়েছে এই সার্ভিস। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা মঙ্গল গ্রহের ছবি নিয়ে ব্রাউজার আর গুগল আর্থ ভিত্তিক সার্ভিস এটি। ব্রাউজারে দ্বিমাত্রিক হলেও গুগল আর্থে হাই রেজুলেশন ত্রিমাত্রিক ছবি দেখতে পাবেন আপনি। দেখতে চাইলে http://mars.google.com/
গুগল মুন:
গুগল মার্সের মত একই সার্ভিস চাঁদ দেখার জন্য। ছবির কালেকশন আর কোয়ালিটি স্বভাবতই মার্সের চেয়ে রিচ। http://moon.google.com/
গুগল মডারেটর:
গুগলের মডু সার্ভিস এটা একটা সার্ভে বা কোশ্চেন এবং তার ফিডব্যাক ম্যানেজমেন্ট টুল। এর মাধ্যমে ব্যাপক আকারে প্রশ্ন, সাজেশন বা আইডিয়া কালেক্ট করা, সাজানো বা বিশ্লেষণ করা যায়। কোন বিষয়ের উপর বা প্রশ্নে রেটিং বা ভোটিংয়ের ব্যবস্থাও আছে।
http://moderator.appspot.com/
অর্কুট:
গুগলের সোস্যাল নেটওয়ার্কিং সাইট। ফেসবুকের সাথে প্রতিযোগীতায় পাত্তা না পেলেও এটি বেশ জনপ্রিয়। এতে ফেসবুকের মতই প্রোফাইল তৈরি, ছবি, ভিডিও শেয়ারিং, ফ্রেন্ডশিপ করা যায়। এতে থিম পরিবর্তনের সুবিধা রয়েছে। গুগলের অন্য সার্ভিসের সাথে ইনট্রিগেশন করা যায় একে। গুগল টক ব্যবহার করে চ্যাটিং আর ফাইল শেয়ারিংও সম্ভব। করা যায় ভিডিও চ্যাটও। বন্ধুদের রেটিং করা যায়। ফেসবুকের সাথে একটা বড় পার্থক্য হল আপনি যাদের "ইগনোর লিস্ট" এ রেখেছেন তারা ছাড়া যেকেউ যে কারো প্রোফাইল দেখতে পারবে, বন্ধু না হলেও।
http://www.orkut.com/
গুগল স্কলার:
গুগল স্কলার একটি স্কলার আর্টিকেল, টেকনিক্যাল রাইটিং,রিপোর্ট আর থিসিস সার্চ ইন্জিন। ডিসিপ্লিন ভিত্তিক স্কলার ফুল টেক্সট কন্টেন্ট সার্চ করা যায় এতে। বিশ্ববিখ্যাত অসংখ্য জার্নাল থেকে ফুল পাবলিকেশন পাওয়া যায়।
গুগল সাইটস:
নবিসদের জন্য ওয়েবসাইট তৈরির সার্ভিস। খুব সহজে কোন রুপ কোডিং জানা ছাড়াই ওয়েবপেজ তৈরি আর পাবলিশ করা যায় গুগলের সার্ভারে। খুব সহজ থিম, ফন্ট, লেআউট কাস্টমাইজেশন করা গেলেও হাই কোয়ালিটি পেজ বা ডায়নামিক কিছু করা সম্ভব না। ফ্রী ইউজারদের ১০০ মেগাবাইট স্টোরেজ আর গুগল ডক, ইউটিউব, ক্যালেন্ডার থেকে কন্টেন্ট যোগ করা যায়। রয়েছে অ্যাডসেন্সও!
গুগল স্ট্রিট ভিউ:
গুগল ম্যাপস আর গুগল আর্থের একটি ফিচার এটা। বিশ্বের বিভিন্ন বড় বড় শহরের রাস্তাঘাট একেবারে ৩৬০ ডিগ্রী ঘুরে দেখা যায়। স্যাটেলাইট ইমেজ, জাহাজ বা গাড়ী থেকে তোলা ছবি ব্যবহার করা হয়েছে এতে। রয়েছে জুম করার সুবিধাও।
গুগল স্কোয়ার্ড:
গুগল স্কোয়ার্ড একটি ডাটা এক্সট্রাকশন সার্ভিস। ওয়েব থেকে আপনার দরকারী ডাটা কালেক্ট করে স্প্রেডশিট আকারে দেবে এটি। সার্ভিসটি এখনও বেটা পর্যায়ে আছে।
http://www.google.com/squared
গুগল ট্রেন্ড:
কোন একটা নির্দিষ্ট বিষয় জনমনে কতটুকু আলোড়ন তুলছে সেটা দেখার সেবা। গ্রাফের মাধ্যমে সময়ের সাথে সাথে কেন কী-ওয়ার্ড দিয়ে করা সার্চের পরিমাণ দেখা যায়। মোট সার্চের পরিমাণের কত ভাগ এই কী-ওয়ার্ড দিয়ে সার্চ করেছে তার একটা তুলনামূলক চিত্র পাওয়া যায় এ থেকে।
ভেবো:
মিউজিক ভিডিও সার্ভিস। ইউটিউব আর ইউনিভার্সাল স্টুডিওর যৌথ উদ্দ্যোগে মিউজিক ভিডিও বিক্রির ব্যবস্থা।
http://www.vevo.com/