এ পর্যন্ত যত জনকে উবুন্টু সেটাপ দিয়ে দিয়েছি দুইটা ব্যাপারে সবার কাছে ধরা খেয়েছি। ১ নম্বর Mobidata মডেম উবুন্টুতে স্বাভাবিক ভাবে চলে না, উবুন্টু ডিটেক্টই করে না। ২ নম্বর ভয়েস চ্যাট করা যায় না। এটা নিয়ে শুধু আমি না BDOSN এরও নাজেহাল অবস্হা। কোন এক মন্তণালয় নাকি ৩০ টা Mobidata কিনে রাখছে। এগুলো উবুন্টুতে চললে তারা উবুন্টুর সাথে আছে নইলে ফুট! তাদের মতে বাংলাদেশে সরকারী পর্যায়ে ওপেনসোর্স চালুর পথে মুল বাঁধা Mobidata!আর আমার মতে ব্যক্তিগত পর্যায়ে ওপেনসোর্স চালুর মুল বাঁধা Voice Chat । যাই হোক দুটি সমস্যারই সমাধান হচ্ছে। পরর্বতী কার্নেলে Mobidata সাপোর্ট যুক্ত হচ্ছে। আর আমি voice chat এর সমাধান পেয়ে গেছি। সফটয়্যারটির নাম Empathy। সিনাপ্টিক প্যাকেজ ম্যানেজারে গিয়ে সার্চ দিলেই পাবেন। সাপোর্ট করে google talk, Jabber,msn,AIM, Yahoo সহ অনেকগুলো সার্ভিস। তবে এখনও যেটার সমাধান পাইনি তা হল ভিডিও চ্যাট। আপনারা কেউ জানেন কি?
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৯