দেশের মিডিয়া জগতে পা রেখেছেন, বড় শিল্পী হয়েছেন এমন অভিনেতা অভিনেত্রীদের বেশীর ভাগই জীবনের প্রথম ভাগে বিলবোর্ডের মডেল হয়ে আলোচনায় এসেছেন। এই ধরাবাহিকতা এখনো চলমান। কিন্তু সম্প্রতি ঢাকা শহরের অলীতে গলীতে এক বয়বৃদ্ধ নারী মডেলের চরম বাজার দেখে উঠতি মডেলরা হতাশ হয়ে পড়েছেন।
জনাগেছে, গতকাল ভোররাতে শেহেরী খেয়ে একদল আপকামিং মডেল শহরের বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরে ফাঁকা বিলবোর্ড আবিষ্কারের চেষ্টা করে ব্যার্থ হয়েছেন। এহেন ঘটনায় মডেলদের হতাশা গ্রাস করেছে।
এই মডেলদের একজন বলেন, ঈদকে সামনে রেখে সাধারণত কিছু টোটকা কোম্পানী বড় বড় বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে থাকে তাদের একটি বাজার তৈরি হয়। কিন্তু এবার বিজ্ঞাপনদাতারা কোন ফাঁকা বিলবোর্ড না পাওয়ায় তাদের মাথায় বাঁশ।
এদিকে বাংলাদেশ উদীয়মান মডেল সংস্থার কর্ণধার ইংকু পিংকু লুচি হতাশা প্রকাশ করে বলেন, সাধারণত কোন মডেল বিলবোর্ড বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু সম্প্রতি যে নতুন বয়ষ্ক মডেল নগরীর সব বিলবোর্ড দখল করে নিয়েছেন তিনি নিয়ম অমান্য করেই বাকশালী কায়দায় এই কাজ করেছেন।
এ ঘটনার প্রতিবাদে আসন্ন ঈদের ছুটি শেষে জামাতের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লাগাতার কর্মসূতি ঘোষনার হুশিয়ারী দিয়েছেন ইংকু পিংকু লুচি।