এ শুধু বাংলাদেশের বিজয়ই নয়, বলা চলে সাকিবের ওয়েস্ট ইন্ডিজ বিজয়!
সাকিবের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। এমন গৌরবের জয়ে প্রাণঢালা অভিনন্দন জানাই বাংলাদেশ দলকে।
সবচেয়ে বেশি অভিনন্দন প্রাপ্য (ভারপ্রাপ্ত) অধিনায়ক সাকিব আল হাসানের। বোলিংয়ে ৫ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে অপরাজিত ৯৬। ক্যাপ্টনস নক আর কাকে বলে! অপ্রতিদ্বন্দ্বীভাবে ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ সাকিব।
চাপের মুখে কীভাবে খেলতে হয়, দেখিয়ে দিলো ২২ বছরের তরুণ সাকিব। ৬৭ রানে ৪ উইকেট পতনের পরও সাকিব-রাকিবুলের শতরানের জুটির কল্যানে ২-০ তে সিরিজ জিতল বাংলাদেশ। বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের সাকিবের কাছ থেকে অনেক শেখার আছে।
ওয়ান ডে সিরিজের জন্য আগাম শুভ কামনা।