গাড়িত উঠি ল্লাপ্পি খুইল্যাই দেহি নিরাপদ হৈ গেছিগা। ওমা, কি আনন্দ। নিরাপদ হৈসি এই আনন্দে লুঙ্গি পরি ঢাকা ক্লাবে ঢুকতাম চাই আইজকা। বিকাল ৫ টায়, ঢাকা কেলাবের সামনে। বিক্ষোভ সমাবেশ।
ড্রেস কোড: লুঙ্গি।
সাদা পাঞ্জাবী হৈলেই ভালা হয়।
লুঙ্গি বিষয়ক বলক সংকলন:
মগ্নতা: কলোনিয়াল ফিরিঙ্গির গোলাম ঐ কুত্তাটারে কি করন যায়
রিফাত হাসান: কলোনিয়াল ক্লাব; যেখানে নেটিভদের প্রবেশ নিষেধ
খোমেনি এহসান: কাল বিকাল ৫ টায় বিক্ষোভ সমাবেশ ঢাকা ক্লাবকে স্বাধীন বাংলাদেশে ঔবনিবেশিক বর্ণবাদী ঘৃণা চর্চা বন্ধ করতে হবে: নির্যাতন প্রতিরোধ
ব্রাইট: হট লুঙ্গী গ্যালারীঃ উৎসর্গ, ফর্হাদ মজ্হার। (সতর্কতাঃ লোড হৈতে সময় লাগবো!)
পথিক!!!: কবি ফরহাদ মাযহার লুঙ্গি পড়ায় ঢুকতে পারেন নি ঢাকা ক্লাবের এক জন্মদিন পার্টিতে
নিউজকাস্টার: বাংলাদেশে ‘ঢাকা ক্লাব’ নামক ‘কলোনিয়াল’ প্রতিষ্ঠানকে বহাল থাকতে দেয়া উচিত নয় : ফরহাদ মজহার
লঙ্কার রাজা: কেউ পড়বে আর কেউ পড়বে না,তা হবে না, তা হবে না।সকলের সমান অধিকার চাই।
অন্যমনষ্ক শরৎ: ফরহাদ মজহার: একটি লুঙ্গী কবিতা
সত্যান্বেষী: প্রসঙ্গ: 'লুঙ্গি বিপ্লব'
লালসালু: লুঙ্গী বিলাস (উতসর্গঃ ঢাকা/খোলা ক্লাব)
পথিক!!!!!!!: লুঙ্গি পড়তে আমার ভাল লাগে.( সেটা ব্যক্তিগত) ...কিন্তু অন্যরে সমস্যায় ফেলা আসলেই ভালা কাজ না।
সরকার সেলিম: রাষ্ট্রিয় ও সামাজিক অনুষ্ঠানে লুংগির মুক্তি দেয়া হোক!!
সরকার সেলিম নামে এক ব্লগার তার প্রফাইল পিক চেইঞ্জ কইরা লুঙ্গি পরা ছবি দিয়েছেন।
