পাকিস্তান আমলে আমার মা একটি জমি এই হাইমচরে কিনেছিল।
ছোট বেলায় বাবা মা কে বলতেন, "তোমার জমি শুনি পানির নিচেই থাকে"! তার সংগে আরও কিছু কথাবার্তা, কিন্তু বুঝতাম না পানির নিচে জমি কি ভাবে থাকে।
বড় হয়ে এই ষাট পেরিয়ে যখন সেই জমি দেখতে গেলাম, তখন বুঝলাম, জমি কেন পানির নিচে থাকে
সেই নদী ভাঙ্গা হাইমচরের বেশ কিছু ছবি দিলাম। অসম্ভব প্রকৃতি পরিবেশ বেষ্টিত এর স্থান, কিন্তু সকলে সব সময় শংকায় থাকে কখন না জানি উন্মত্ত মেঘনা তাদের জমি, ভিটা ও বাড়ি বিলীন করে দেবে।
সূর্যাস্তে হাইমচর
চরের ভেতরের নদী
হাইমচর স্কুলের পাশে বিস্তর ফসলি জমি
Informal class নিচ্ছি, তথ্য প্রযুক্তির পরিচিতি নিয়ে, মার্চ ০৭ (সম্ভবত), ২০২১খৃঃ
অন্যান্য ছবি,
পশ্চিম হাইমচর
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৪০