আমি কিভাবে সেইফ? আমি কি আসলেই সেইফ? হা হা হা হা। এইটা ক্যামনে সম্ভব?
ভাইয়েরা আমার, বোনেরা আপনাদের, আমি তো এই ব্লগ ইউজ ছেড়েই দিছিলাম! কারন ২ বছর ব্লগ পড়ার পর আমি একটা ইউজার আইডি করছিলাম। কিন্তু প্রায় দেড় বছরেও ওয়াচ থেকে জেনারেল এ যাইতে পারি নাই। কত কান্না কাটিই না করতাম তখন। তো এ বছরের ফেব্রুয়ারি থেকে ব্লগের ইউজই ছেড়ে দিছিলাম। তো কয়দিন আগে হটাত দেখি ইমেইল। কিন্তু তখন আর ব্লগে ঢোকা হয় নাই। আজকে ব্লগে ঢুকে দেখি আমি ডাইরেক্ট সেইফ। মানে পুরাই টাশকি আর কি। কেউ কি একটু বলবেন যে কিসের ভিত্তিতে আমি ওয়াচ থেকে অনেকদিন লগ না করেও হটাত ডাইরেক্ট সেইফ হলাম?
বিঃ দ্রঃ আমি ছাত্রলীগ করিনা

(ভাষা ব্যাবহারের ক্ষেত্রে মাফ চেয়ে নিচ্ছি। বলতে বাধা নাই যে খুশির চোটে মুখের ভাষাটাই এখানে ব্যাবহার করছি)

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৭