কিছু জল বন্যা আনে, স্বপ্ন ডুবায়
কিছু জল অমৃত সম, তেষ্টা মেটায়
কিছু জল চোখে ছল ছল, দহনে পোড়ায়।
কিছু মানুষ অগোচরে কাঁদে, আমাকেও কাঁদায়
কিছু মানুষ আছে তো এমন, গোপনে ভালবেসে যায়
কিছু মানুষ অপ্রকাশ্য, আমাকে ভাবায়।
বৃষ্টিতে আজ এ বাড়ি ভিজে একাকার
রাস্তা থেকে উঠোন জুড়ে কাদামাটি জলের খেলা।
কতোবার যে তুমি এ পথ মারিয়েছো
আবার, পদচিহ্ন মুছে দিয়েছো জলের ঢেউয়ে;
শ্বেত গোলাপ রেখে চলে গেছো নিঃশব্দে।
বিশ্বাস ও স্বপ্নের হাতে পড়েছি খসে, স্বপ্নে কানাকানি
হয়নি জানা, কেন তবে আজ অশ্রুর লুকোচুরি!
অধিকার ছিল, অধিকার আছে তোমার অস্তিত্ব জুড়ে
ভাল হতো বেশ, করি আক্ষেপ - কপোলের জায়গা জুড়ে;
পাঁচটি আঙুলের জলের ছাপ, হতোনা তো অপরাধ
মানুষ্য বসত জুড়ে।
তোমার হল সন্ধ্যা তারা, আমার সঙ্গী রাতের তারা
তোমার চোখের জল করে টলমল -
আমারও অস্তিত্ব জুড়ে!
বিঃদ্রঃ কখনো কী যোগ্য ছিলাম স্নেহ ও ভালবাসার!
প্রায় সব লেখা নিজের জন্যেই লিখি, এটাও সেরকম একটা লেখা।