ক্লাস নাইন-টেন, ইলেভেন-টুয়েল্ভে পড়ার সময়, ৮০'র দশকের শুরুর দিকে, রেডিওতে একজন শিল্পীর নজরুল সঙ্গীত বাজানো হতো। যদ্দূর মনে পড়ে, একসাথে তার তিনটা গান বাজানো হতো - পরজনমে যদি আসি এ ধরায়, তোমার আঁখির মতো আকাশের দুটি তারা এবং যত ফুল তত ভুল কণ্টক জাগে (৩য় গানটি এটা না হয়ে 'মোরা আর জনমে হংসমিথুন ছিলাম'ও হতে পারে)। এ শিল্পীর গায়কীতে আমি মুগ্ধ ছিলাম। শিল্পীর নাম মোহাম্মদ হান্নান। তখন রেডিও এবং ক্যাসেট প্লেয়ারের যুগ। ক্যাসেটের দোকানে তার কোনো ক্যাসেট খুঁজে পাই নি। এবং এ শিল্পী তেমন পরিচিতও ছিলেন না। কিন্তু তার গায়কী আমার মনে বিরাট এক মুগ্ধতার ছাপ ফেলে দিয়েছিল। পরবর্তীতে অনেকের কাছে তার নাম জিজ্ঞাসা করলেও একদিন (৯২'র দিকে) আমার এক কলিগ তাকে চিনে ফেললেন, এবং বললেন এ শিল্পীর বাড়ি নোয়াখালী। এতটুকুই। এ শিল্পীর গান, বিশেষ করে 'তোমার আঁখির মতো' শুধু তার কণ্ঠেই শোনার জন্য আমি আজও হন্যে হয়ে খুঁজছি, যদিও অনুপ ঘোষাল, ফিরোজা বেগমসহ আরো অনেকের কণ্ঠেই এটা শুনেছি, কিন্তু মোহাম্মদ হান্নানের কণ্ঠের মতো স্বাদ আর কোথাও পাই নি।
এরপর ইউটিউবের যুগেও মোহাম্মদ হান্নানের গান অনেক খুঁজেছি, সেই ২০০৮/৯ থেকে। অবশেষে ২০১৯ বা ২০২০-এর দিকে মোহাম্মদ হান্নানের কণ্ঠে গাওয়া 'পরজনমে' গানটা ইউটিউবে পাই। 'তোমার আঁখির মতো' এবং 'যত ভুল' গান দুটো আমি এখনো খুঁজছি, যদিও তার আরো কিছু গান ইউটিউবে পেয়েছি।
'যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই'-এর মতো 'পরজনমে যদি আসি এ ধরায়' নজরুলের আরেকটি করুণ রসের বিরহ-সঙ্গীত। আমার অনেক ভালো লাগে এ গানটি।
মোহাম্মদ হান্নানের গানটি পাওয়ার পরই 'পরজনমে' গানটি আমি নিজ গেয়েছি। খালি গলায় গাওয়া সেই গান ০৫ এপ্রিল ২০২০-এ ইউটিউবে আপলোড করি। ব্লগে শেয়ার করেছিলাম কিনা মনে নেই। এরপর, আবারও গেয়ে ২৩ অক্টোবর ২০২১-এ ইউটিউবে আপলোড করি, সেটাও খালি গলায় গাওয়া ছিল। ২৩ অক্টোবরে খালি গলায় গাওয়া গানটির উপর এবার মিউজিক অ্যাড করলাম।
গানের ইউটিউব লিংক : পরজনমে যদি আসি এ ধরায় - খলিল মাহ্মুদ
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
খালি গলায় গাওয়া এই গানটি শোনা যাবে এ লিংক থেকে : পরজনমে যদি আসি এ ধরায় - খলিল মাহ্মুদ, খালি গলায়
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
ইউটিউবে আপলোড করা আমার গাওয়া প্রথম গানটি :
এবার শুনুন মোহাম্মদ হান্নানের কণ্ঠে গাওয়া গানটি।
মহান মানবেন্দ্র'র কণ্ঠে শুনুন গানটি।
আপনারা লক্ষ করে শুনবেন, মোহাম্মদ হান্নান এবং মানবেন্দ্র'র গায়কীতে অনেক মিল আছে, তবে লিরিকে বেশকিছু পার্থক্য দেখা যাচ্ছে।
মোহাম্মদ হান্নান আর মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া নজরুল সঙ্গীতটি আপনাদের অনেক ভালো লাগবে, আমার বিশ্বাস।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৩৫