somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ও সুজানা, বোকাপাখি

০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি যদি ভালোবেসে ভুল করে থাকো তবে
মিছেমিছি আফসোস কেন
তোমাকে রাখি নি বেঁধে, মুক্ত পাখির মতো
যেখানে খুশি যেতে পারো

আমি তো এমনি ছিলাম,
আমাকে করেছি উপভোগ
ছিল না প্রেমের প্রতি
কোনো মোহ, কোনো মনোযোগ
শিখেছি তোমায় দেখে
ভালোবাসা হলো এক মানসিক রোগ
কখনো টলি না আমি, আমাকে টলাতে কেন
অযথাই এতকিছু করো

কে এলো, কে চলে গেল,
কার দায়, সে খবর কে রাখে!
আমি শুধু ভালোবাসি
একরোখা এই আমিটাকে
ডিজিটাল ভালোবাসা
আজকাল পথেঘাটে মরে পড়ে থাকে
বোকাপাখি, তুমি শুধু বার বার ভুল করে
বার বার ভুল পথই ধরো।

৩০ নভেম্বর ২০২২

গানের কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

গানের লিংক : তুমি যদি ভালোবেসে ভুল করে থাকো - ফটোমিক্স

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




ও সুজানা, দেখে যা না

ও সুজানা, দেখে যা না
একবার এসে দেখে যা
তোর মতো আর কেউ আমাকে
হায়রে তোর মতো আর কেউ আমাকে
কেউ আমাকে
ভালোবাসে না

যখন মেঘলা থাকে মন
কাঁদে চাঁদ-ছাওয়া এক রাত
পিঠের ওপর কেউ রাখে না
আলগোছে এক হাত
তোর মতো আর কেউ বোঝে না
অবুঝ আমার মনটাকে
এই অবুঝ আমার মনটাকে
কেউ ভালোবাসে না

যখন ভেঙে পড়ে পথ
যখন থমকে দাঁড়ায় পা
পৃথিবীটা ধু-ধু করে,
কাউকে দেখি না
চমকে দিয়ে সামনে হঠাৎ
তোর মতো কেউ দাঁড়ায় না
কেউ ভালোবাসে না

আমরা পদ্মাপাড়ের গাঁয়
কত সন্ধ্যা দেখেছি
পাগলা ঢেউয়ের তালে তালে
কণ্ঠ ছেড়েছি
তোর জন্য আজ বুক পুড়ে যায়
মন যে আমার মানে না
মন যে মানে না

আমার প্রাণ যে বাঁচে না
প্রাণ যে বাঁচে না
ও সুজানা তোকে ছাড়া
হায় রে ও সুজানা তোকে ছাড়া
প্রাণ বাঁচে না
প্রাণ বাঁচে না
প্রাণ যে বাঁচে না

ও সুজানা, দেখে যা না
একবার এসে দেখে যা
তোর মতো আর কেউ আমাকে
হায়রে তোর মতো আর কেউ আমাকে
কেউ আমাকে
কেউ আমাকে
ভালোবাসে না

২০ ডিসেম্বর ২০২২

গানের কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

গানের লিংক : ও সুজানা, দেখে যা না - লিরিক্যাল মিউজিক ভিডিও

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




আমি কণ্ঠশিল্পী নই, আপনারা জানেন, এ কথা বহুবার বহু পোস্টে বলেছি, বলতে বলতে মুদ্রাদোষের মতো হয়ে গেছে :( তবে নিজেকে গীতিকার ও সুরকার হিসাবে ভাবতে ভালো লাগে। যখন যে-সুর চলে আসে, ওটাকে সাথে সাথে ধরে রাখতে চেষ্টা করি। আমার কণ্ঠটাকে সেই সুরের ধারক বা বাহক হিসাবে ব্যবহার করি। প্রতিষ্ঠিত শিল্পীরা যেমন কোনো গান সৃষ্টির সময় গীতিকার, সুরকার, মিউজিশিয়ানগণ এবং শিল্পীরা একসাথে বসে একটা সমন্বয় ও সমঝোতার মাধ্যমে গান তৈরি করতেন/করেন, আমার মতো আনকোরা বা নন/আন-প্রফেশনালের পক্ষে তা করা সম্ভব না। আমার বিখ্যাত হোম স্টুডিয়োতে বসে দিনরাত আমার আপন কর্ম করতে থাকি, স্ত্রীসহ বাসায় আগত লোকজন বেশ অবাক ও লজ্জিত হন বলে মনে হয়, মাঝে মাঝে। আত্মীয়স্বজনরা এসে তা দেখে বেশ মজা লয় :)

এ পোস্টের দুটো গানই আগে গাওয়া হয়েছিল এবং এ নিয়ে পোস্টও দেয়া হয়েছিল। ও সুজানা, দেখে যা না এবং বোকাপাখি। আমি এফএলস্টুডিয়োতে মিউজিক কম্পোজ করি। যাদের এ ব্যাপারে জ্ঞান ও অভিজ্ঞতা আছে, তারা জানেন এটা মোটেও সহজ কাজ না, এটা একটা নেশা এবং এ নেশা আপনাকে অন্য সব নেশা থেকে খাবলে খুবলে ছড়িয়ে এনে এখানে বুঁদ করে রাখবে। আমিও সেরকম নেশাগ্রস্ত হয়ে পড়েছি। আগে শুধু খালি গলায় রেকর্ড করে শেয়ার করতাম, মাঝে মাঝে ছেলেরা গিটারের টুং টাং দিত, যৎসামান্য, কিন্তু ওরা নিজেদের সঙ্গীত নিয়েই মহাব্যস্ত, তাই আমাকে বেশি সময় দিতে পারে না। একদিন ছোটো ছেলে এই এফএলস্টুডিয়ো'র সফট কপি এনে আমার পিসিতে ডাউনলোড করে দিল। সে কিছুটা দেখিয়ে দিল, তবে, আমি প্রায় পুরোটাই শিখেছি এবং শিখছি ইউটিউবের টিউটোরিয়াল থেকে।

আগের লেখালেখি যেমন প্রতিনিয়ত এডিট করার অভ্যাস (যে লেখকমাত্রই করে থাকেন), আমি সময় পেলেই আগের মিউজিকগুলো রিফাইন বা রি-ডিফাইন করি। আজকের গানদুটোর মিউজিকও নতুন করে ডিফাইন করা হয়েছে।

এ গানটার একটা শর্ট ভার্সন বা প্রোমো এর আগে আপলোড করেছিলাম - প্লিজ ক্লিক করুন - তুমি যদি ভালোবেসে ভুল করে থাকো - প্রোমো



আগের এক পোস্টে এ গানটা কীভাবে সুর করা শুরু করলাম, সে ব্যাপারে একটা হাইলাইট করেছিলাম। রাত জেগে ফুটবল বিশ্বকাপ দেখার পর যথারীতি অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি সেদিন। টিভি ছেড়ে দিয়ে পিসিতে বসেছি। জিটিভিতে যেহেতু খেলা দেখি, জিটিভিই অন থাকে সারাদিন। জিটিভিতে তখন শুরু হচ্ছে এক বাংলা ছায়াছবি। ছবির আবহ সঙ্গীত কেবল শুরু - ৫ সেকেন্ডও হয় নি - অমনি একটা সুর ঢুকে গেল মগজে। ছবির মিউজিকের সাথে কোনো মিল বা সম্পর্ক নেই, কিন্তু আমার সুর চলে এসেছে মাথায়। টিভি মিউট করে আমি সাথে সাথে ওটা নিয়ে লেগে পড়লাম। প্রথম অংশের সুর মোবাইলে রেকর্ড করে পুরো লিরিক লিখতে শুরু করলাম। লিরিক লেখা শেষে গানের প্রথম অংশ তাড়াহুড়ো করে গেয়ে ঐ পোস্টের সাথে জুড়ে দিয়েছিলাম।

এটা একটা দ্রুত লয়ের গান। অনেক উঁচু স্কেলে গাওয়ার দরকার। আমি গাইতে যেয়ে গলার ১২টা বেজে গেছে। যতটুকু পেরেছি, গেয়েছি। কোনো সুরকার, গীতিকারের নিজের গান গেয়ে আমার মতো গলা ফাটানোর ইতিহাস আছে কিনা জানি না; আমার এটাই গর্ব যে আমি গলা ফাটিয়ে গলার তার ছিঁড়ে ফেলছি :)

লিরিকটা লিখে তৃপ্তি পেয়েছি। 'আমাকে করেছি উপভোগ' - নিজে লিখে নিজেই চমকে গেছি - এ লাইন আমি কীভাবে পেলাম? ব্যক্তি-জীবনে আমি খুব নিরীহ, নির্ঝঞ্ঝাট, কারো সাতেও নাই, সতেরতেও নাই; উচ্চাভিলাষী নই, এবং অনেকে খুব হাইফাই লাইফ লিড করে, উচ্চাঙ্গীয় জীবন যাপন করছে, সেটা দেখে আমি পরশ্রীকাতরতায় ভুগি না, এবং ঐ লাইফের জন্য লালায়িতও না, খুবই সাধারণ লাইফ স্টাইল। আমি নিজের মতো করেই জীবন যাপন করতে অভ্যস্ত; তবে আমার এই অতি সাধারণ জীবনযাত্রায় কেউ বাগড়া দিতে এলে তা আমাকে খুব বিরক্ত ও ক্ষীপ্ত করে। আমি আমার পরিকল্পনায় অটল, বলতে পারেন একগুঁয়ে, নাছোড়বান্দা (অন্যের জন্য ক্ষতিকারক না)। এই যে আমার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, যা অনেকের সাথেই মিলে যেতে পারে - আমি আমার এই বৈশিষ্ট্যটাকেই খুব উপভোগ করেছি। আমি এমনই থেকে যেতে চাই। যাই হোক, যারা লিরিকটা পড়ার সময় মনোযোগী ছিলেন না, রিকোয়েস্ট করছি, আবার উপরে গিয়ে লিরিকটা পড়ে আসুন। আপনার বৈশিষ্ট্য যদি আমার সাথে পুরোপুরি মিলে যায়, লিরিকটা আপনার ভালো লাগবে।

ঐ কথাটা আবারও বলি, আমি কণ্ঠশিল্পী নই, আমাকে বলতে পারেন সুরকার ও গীতিকার। শুধু সুরটাকে ধরে রাখার জন্য একটা কণ্ঠের দরকার, আমি সেই কণ্ঠটাই দিচ্ছি। রবীন্দ্র-নজরুল বা জসীমউদ্‌দীন গান গাওয়ার জন্য বা কণ্ঠশিল্পী হিসাবে গানের জগতে খ্যাতি লাভ করেন নি, তারা খ্যাতি লাভ করেছিলেন গীতিকার ও সুরকার হিসাবে, যদিও নজরুলের কণ্ঠ ভালো ছিল। ঠিকই ধরেছেন, বড়োদের তুলনা দিলাম নিজেকে ঐ সারিতে নেয়ার জন্যই :)

এটা একটা কঠিন গান হয়ে গেছে। সুরটাও কঠিন। লম্বা দম না নিতে পারলে গাওয়া সম্ভব হবে না।

ও সুজানা, দেখে যা না গানের সুরটাও বেশ আগেই তৈরি করা ছিল। শুরুতে প্ল্যান ছিল একটা হাসির গান করবো এটা দিয়ে। ডলি আপাকে বলেছিলাম এর উপর লিরিক লেখার জন্য। তিনি লেখেন নি। এটা আমার অনেক ভালো লাগা একটা সুর, এটাকে এতদিন ফেলে রেখে নিজেও স্বস্তি পাচ্ছিলাম না। অবশেষে লিরিকটা বানিয়ে ফেললাম। আগের ডামি ভার্সন দেখতে পারেন এই লিংকে - ও বাবু, তুই খাইছো নাকি?




সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১০:৩৮
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসলিম বিহীন বিশ্ব গড়ার চেষ্টা বিশ্ব জনসংখ্যা অনেক কমিয়ে দিবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫০



নেতানিয়াহু বলেছে তাদের সাথে অনেক শক্তিশালী রাষ্ট্র আছে। সে মুসলিম বিশ্বকে বড় রকমের হুমকি দিয়েছে। সে গণহত্যা চালাচ্ছে। আত্মরক্ষায় মরিয়া মুসলিমরাও গণহত্যা চালাবে। তখন আর সভ্যতার বাণীতে কাজ... ...বাকিটুকু পড়ুন

ব্লগার মিরর ডোল, নিজের মনের অশান্তি অন্যের উপর চাপিয়ে দিয়ে ফ্যাসিস্টের মতো আচরণ করবেন না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩৫

ব্লগার মিরর দৌলাকে বলছি।
আপনাকে কিছু কড়া কথা আজ বলবো। ব্লগে বর্তমানে আপনার কোন অবদান নেই। সামুর যে ব্লগপেইজটা আপনি চালান, সেখান থেকে সব পোষ্ট আপনি ড্রাফটে নিয়েছেন। সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

এনসিপিনামা - যে যায় লংকায় সেই হয় রাবণ ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৩১


জুলাই অভ্যুত্থানের পর দেশে অসংখ্য রাজনৈতিক দল আত্নপ্রকাশ করেছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) কে নিয়ে। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে এই দল গঠিত হয়েছে। প্রচলিত রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

হারিয়েছি অনেক কিছু....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৫৪

হারিয়েছি অনেক কিছু....

আমি প্রতিদিন নিয়ম করে বেশ কয়েক কিলোমিটার হাটি। তবে ইদানিং হাটাহাটিতে অপ্রত্যাশিত ছন্দপতন হচ্ছে! এই যেমন, হাটাহাটির টার্গেট মিসিং! যে পথে হাটার কথা, সে পথে না গিয়ে... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। ২০০০ বছরের পুরনো মরদেহের ডিএনএ

লিখেছেন শাহ আজিজ, ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:১৫



২০০০ বছরের পুরনো মরদেহের ডিএনএ থেকে জানা গেলো যত চমকপ্রদ তথ্য।


পল্লব ঘোষ
Role, বিজ্ঞানবিষয়ক সংবাদদাতা
Reporting from লন্ডন
... ...বাকিটুকু পড়ুন

×