এই মহৎ বাণীগুলো ইংরেজিতে যতোটা রসময় ও উপভোগ্য, বঙ্গানুবাদে তা পাওয়া সম্ভব না। অরিজিন্যাল ইংরেজি কোটেশনগুলোই অধিক রসময়, তবু কিছু কিছু কোটেশনের কিছু বঙ্গানুবাদ/ভাবানুবাদ/রসানুবাদও দেয়া হলো
১ম পর্ব
Marriage is not a word. It is a sentence- a life sentence.
‘বিয়ে’ একটা ওয়ার্ডই শুধু নয়, সেনটেন্সও, একেবারে লাইফ সেনটেন্স - সেনটেন্সড্ টু ডেথ আর কী
Marriage is very much like a violin; after the sweet music is over, the strings are attached.
‘বিয়ে’ হলো ঠিক ভায়োলিনের মতো। বিয়েপূর্ব প্রেমের সময়টা কেমন টানটান উত্তেজনাময় থাকে, তাই না? বিয়ে হয়ে গেলো তো সব শেষ!! ভায়োলিনের সুমিষ্ট সুর শেষে যেমন তারগুলো খুলে জড়ো করা হয়, কপোতকপোতীদের বিয়েটা ও-রকম প্রেমজীবনের সব মাধুর্য নিমিষেই ‘নাই’ করে দিয়ে দুটো রসহীন দেহকে জোড়া লাগিয়ে দেয়ার নামান্তর!!
Marriage is love. Love is blind. Therefore, marriage is an institution for the blind.
‘বিয়ে’ হলো ভালোবাসা, আর ভালোবসা হলো অন্ধ; সেজন্য বিয়েটা যথার্থই অন্ধদের জন্য একটা উপযুক্ত প্রতিষ্ঠান
Marriage is an institution in which a man loses his Bachelor's Degree and the woman gets her Masters.
বিয়ে হলো এমন একটা প্রতিষ্ঠান, যেখানে পুরুষরা তাদের ব্যাচেলর ডিগ্রি খুইয়ে ফেললেও নারীদের ঠিকই মাস্টার্স প্রাপ্তি ঘটে
Marriage is a thing which puts a ring on a woman's finger and two under the man's eyes.
বিয়ে হলো এমন একটা বস্তু যাতে নারীদের রিং পরানো হয় আঙ্গুলে, আর পুরুষদের পরানো হয় চোখে হায় অসহায় পুরুষ, চোখ থাকিতে অন্ধ!!
Marriage certificate is just another word for a work permit.
ম্যারিজ সার্টিফিকেট (কাবিননামা) হলো একটা ওয়ার্ক পারমিট; আপনাকে বাধা দেবার কেউ নেই
Marriage is not just having a wife, but also worries inherited forever.
আপনি বিয়ে করলেই একটা বউ পাবেন, ব্যাপারটা ঠিক এ রকম নয়; বউয়ের সাথে বোনাস হিসেবে সারা জনমের গঞ্জনাও সঙ্গে পাবেন, শুধু এটুকু মনে রাখলেই চলবে
Marriage requires a man to prepare 4 types of ‘rings’:
* The Engagement Ring
* The Wedding Ring
* The Suffe-Ring
* The Endu-Ring
বিয়ে করার জন্য একজন পুরুষকে ৪ ধরনের রিং তৈরি করতে হয়, বা তৈরি করবার ক্ষমতা থাকতে হয়:
১) এনগেজমেন্ট রিং
২) ওয়েডিং রিং
৩) সাফা-রিং (ভোগান্তি)
৪) এনডিউ-রিং (স্থায়িত্ব, টিকে থাকার ক্ষমতা)
Married life is full of excitement and frustration:
* In the first year of marriage, the man speaks and the woman listens.
* In the second year, the woman speaks and the man listens.
* In the third year, they both speak and the neighbors listen.
এটার বাংলা সবাই জানেন, তাই ভাবেই বুঝে নেবেন আশা করি
It is true that love is blind but marriage is definitely an eye-opener.
এটা সত্য যে, ভালোবাসা অন্ধ, কিন্তু বিয়ে নিঃসন্দেহে পুরুষদের চোখ খুলে দেয়
Getting married is very much like going to the restaurant with friends. You order what you want, and when you see what the other fellow has, you wish you had ordered that.
বিয়ে হলো বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবার মতো- আপনি নিজের পছন্দ মতো মেনু বেছে নিয়ে খাবার খেতে শুরু করলেন; বিপত্তিটা হলো, অন্যের পাতের খাবার দেখে আপনার আফসোস হবে, ইশ, আমি কেন ঐ খাবারটা নিলাম না!!
It's true that all men are born free and equal, but some of them get married!
এটাই বিধান যে, পুরুষরা জন্মগতভাবে স্বাধীন; তবে তাঁদের মধ্যে কেউ কেউ বিবাহ-বন্ধনে বন্দি হয়ে থাকেন
There was this man who muttered a few words in the church and found himself married. A year later he muttered something in his sleep and found himself divorced.
জনৈক ব্যক্তি চার্চে গেলেন; প্রার্থনার সময় বিড়বিড় করে কিছু বললেন, অতঃপর তাঁকে বিয়ে করতে হলো। এক বছর পর ঘুমের মধ্যে তিনি অনুরূপ বিড়বিড় করে কিছু একটা উচ্চারণ করলেন, ফলশ্রুতিতে তাঁর বিবাহ-বিচ্ছেদ ঘটে গেলো
A happy marriage is a matter of giving and taking; the husband gives and the wife takes.
একটি সুখী বিয়ে বলতে বোঝায়- একজন দেবে, আরেকজন নেবে; চিরাচরিত ভাবে স্বামী দেয়, আর স্ত্রী নেয় কী বুঝলেন? যা ভাবছেন, তা না। আরও কিছু দেবার আছে, ভেবে দেখুন একজন আধুনিকা স্ত্রী সিলিঙের সৌন্দর্যেও আপ্লুত। একজন ব্যাকডেটেড স্ত্রীর কী অবস্থা? না, এখানেও আপনি ভুল বুঝেছেন। আমি অন্য প্রসঙ্গে কথা বলেছি
Son: How much does it cost to get married, Dad?
Father: I don't know son, I'm still paying for it.
পুত্র : বাবা, বিয়ে করতে কী পরিমাণ খরচপাতি লাগে?
বাবা : আমি জানি নারে বাবা, কারণ, আমি এখনও খরচ করে চলছি
Son: Is it true? Dad, I heard that in ancient China, a man doesn't know his wife until he marries.
Father: That happens everywhere, son, everywhere!
পুত্র : বাবা, এটা কি সত্য- আমি শুনেছি যে প্রাচীন চীনে বিয়ে না করা পর্যন্ত স্বামী তার স্ত্রীকে চিনতে পারে না?
বাবা : সব জায়গাতেই এমন হয় রে বাবা, সব জায়গাতেই এমনটা হয়
এবার একটি বহুলপ্রচলিত কৌতুক
(সৌজন্যে : ব্লগার সাদাকালোরঙিন)
এক লোক ও তার ছেলে ছুটির দিনে চিড়িয়াখানায় বেড়াতে গেলো।
এক খাঁচার সামনে দাঁড়িয়ে বাবাকে ছোটো ছেলেটি প্রশ্ন করলো : বাবা, ঐটা কী প্রাণী?
বাবা: ঐটা একটা গাধী।
ছেলে : বাবা, গাধী কী?
বাবা: গাধী হলো গাধার স্ত্রীলিঙ্গ। সহজ করে বললে গাধার বউ গাধী।
ছেলে: বাবা, গাধারা কি বিয়ে করে?
বাবা (বড় দীর্ঘশ্বাস ছেড়ে) : হ্যাঁ খোকা, একমাত্র গাধারাই বিয়ে করে
২য় পর্ব
There was a man who said, ‘I never knew what happiness was until I got married...and then it was too late!’
এক লোক বলেছিলেন, ‘বিয়ে করার পরই আমি বুঝেছিলাম সুখ আদতে কী জিনিস।’ বিয়ে করার পর বিবাহিত জীবনের সুখ এতোটাই তীব্র ছিল যে, অবিবাহিত জীবনের সুখ তখন হাতছানি দিয়ে তাঁকে ডাকতো। কিন্তু হায়, তখন আর ফিরে যাবার উপায় ছিল না
Love is one long sweet dream, and marriage is the alarm clock.
ভালোবাসা হলো লম্বা ও মিষ্টি একটা স্বপ্ন; আর বিয়ে? আচানক বেজে ওঠা এ্যালার্ম ক্লক স্বপ্নের ভেতর ঐশ্বরিয়া রায়ের হাত ধরে হাঁটছিলেন; এক নির্জন জায়গায় গিয়ে থামলেন, ঐশ্বরিয়ার ঠোঁট এগিয়ে আসতে থাকলো আপনার ঠোঁটের দিকে... ঠিক তৎক্ষণাৎ এ্যালার্ম ক্লক বেজে উঠলে কেমন লাগবে? মারফি মামা বলেছেন, বিয়ে হলো প্রেমের সার্থক পরিসমাপ্তি। মারফি মামার প্রেমসূত্রগুলোর সাথে এগুলোর অনেক মিল
They say when a man holds a woman's hand before marriage, it is love; after marriage, it is self-defense.
বিয়ের আগে একজন পুরুষ কোনো নারীর হাত চেপে ধরলে তাকে ভালোবাসা বলে; বিয়ের পর ঐ পুরুষকে ঐ নারীর হাত ধরে থাকতে দেখলে বুঝতে হবে পুরুষটি আত্মরক্ষার্থে তার স্ত্রীর হাত চেপে ধরেছে
When a newly married man looks happy, we know why. But when a ten-year married man looks happy, we wonder why.
একজন নববিবাহিত পুরুষের চেহারায় সুখী-সুখী ভাব দেখলে সহজেই আমরা তার কারণটা বুঝতে পারি। কিন্তু যখন দেখি, বিয়ের ১০ বছর পরও একজন পুরুষ মানুষের মধ্যে সুখ বিরাজমান, আমাদের আশ্চর্যের সীমা থাকে না। এতোদিন পরও একজন পুরুষ মানুষ কীভাবে সুখী থাকতে পারে?
There was this lover who said that he would go through hell for her. They got married, and now he is going through hell.
এক প্রেমিক তার প্রেমিকাকে পাওয়ার জন্য নরকে যেতেও রাজি ছিল। ....অতঃপর তাদের বিয়ে হলো; ছেলেটি এখন নরকের মধ্যেই আছে
A coward is a hero with a wife, kids, and a mortgage. - Marvin Kitman
কাপুরুষরাও বীর হয়ে ওঠেন- যখন স্ত্রী ও সন্তানাদির সাথে তাঁর বিরাট অঙ্কের ব্যাংক-ব্যালেন্সও গড়ে ওঠে
A gentleman is one who never swears at his wife while ladies are present.
তাঁকেই ভদ্রলোক বলা যায়, যিনি কখনো অন্য মহিলাদের সামনে নিজ স্ত্রীর কাছে ‘কিরা’ কাটেন না
A husband is living proof that a wife can take a joke.
স্বামীদের অস্তিত্ত্বই প্রমাণ করে যে তাঁদের স্ত্রীরা কমিক খুবই পছন্দ করেন
A husband is what's left of the lover after the nerve has been extracted. - Helen Rowland
একজন প্রেমিকের ভেতর থেকে তার স্নায়ু বা আবেগ সরিয়ে নিলে যা অবশিষ্ট থাকে, তা-ই স্বামী
A man must marry only a very pretty woman in case he should ever want some other man to take her off his hands. - Guitry
সেরা সুন্দরীকে বিয়ে করতে চান? তাহলে আপনার এতোখানি মানসিক শক্তি থাকতে হবে, যেন এই রমণীকে অন্য কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেলেও আপনি ভেঙে পড়বেন না
Ah Mozart! He was happily married - but his wife wasn't. - Borge
লোকটা খুব আনন্দের সাথেই বিয়ে করেছিল, কিন্তু তার স্ত্রীর বেলায় ছিল ঠিক এর উলটোটা
Always talk to your wife while you're making love... if there's a phone handy.
পরকীয়া করার সময় স্ত্রীর সাথে খুব ঘন ঘন মোবাইলে কথা বলবেন, যেন স্ত্রীর মনে ভুলেও কোনো সন্দেহের উদ্রেক না হয়- আপনি অন্য একটি মেয়ের সাথে অন্য সিমে দিনরাত চুটিয়ে প্রেম করছেন
An archaeologist is the best husband a woman can have; the older she gets, the more interested he is in her. - Agatha Christie
যে কোনো স্ত্রীর জন্য একজন আর্কিওলজিস্টই সেরা স্বামী। স্ত্রীর বয়স বাড়ার সাথে সাথে স্বামীর আগ্রহ স্ত্রীর প্রতি কেবলই বাড়তে থাকে
And I shall love thee still my dear, Until my wife is wise.
তোমাকে আমি ভালোবাসতেই থাকবো হে প্রিয়তমা (পরকীয়া প্রেমিকা), যদ্দিন আমার স্ত্রী তা টের না পায়
Bachelor : the only man who has never told his wife a lie.
‘ব্যাচেলর’ শব্দ দ্বারা এমন এক ব্যক্তিকে বোঝানো হয় যিনি জীবনে কোনোদিন স্ত্রীর কাছে মিথ্যা বলেন নি
Bride: A woman with a fine prospect of happiness behind her.
By all means marry. If you get a good wife, you'll be happy. If you get a bad one, you'll become a philosopher. - Socrates
যে কোনো প্রকারেই হোক না কেন, বিয়ে করুন। যদি একজন ভালো স্ত্রী পান, সুখী হবেন। খারাপ স্ত্রী পেলে আরও ভালো, কারণ আপনি তখন সক্রেটিসের মতো একজন প্রসিদ্ধ দার্শনিক হয়ে উঠবেন
Correction: Instead of being arrested, as we stated, for kicking his wife down a flight of stairs and hurling a lighted kerosene lamp after her, the Rev. James P. Wellman died unmarried four years ago.
পত্রিকায় রিজয়েন্ডার (সংবাদ সংশোধনী) : আমাদের গতকালের খবরে বলেছিলাম যে, স্ত্রীকে দোতলা থেকে লাথি মেরে ফেলে দিয়ে এবং কেরোসিন ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেবার অপরাধে পুলিশ মফিজ মিয়াকে গ্রেফতার করেন। প্রকৃতপক্ষে ৪ বছর আগেই মফিজ মিয়া অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেছিল
৩য় পর্ব
The guide to wife translations
বউয়ের কোন্ কথার কী অর্থ
The wife says: We need
The wife means: I want
বউ বললো, এটা আমাদের দরকার
বউ এদ্বারা বোঝাতে চায়, এটা আসলে তারই দরকার। এটা তার চাই-ই
The wife says: It's your decision
The wife means: The correct decision should be obvious
বউ বললো, এটা তোমার সিদ্ধান্ত।
বউ বোঝাতে চায়, সিদ্ধান্ত সঠিক না হলে তোমার একদিন কী আমার একদিন
The wife says: Do what you want
The wife means: You'll pay for this later
বউ বললো, তোমার যা খুশি তাই করো।
এর অর্থ একটাই : আপনাকে এর ফল পেতে হবে
The wife says: We need to talk
The wife means: I need to complain
বউ বললো : তোমার সাথে কিছু কথা ছিল।
বুঝতে হবে : আপনার বিরুদ্ধে বউয়ের ঘোরতর অভিযোগ প্রণীত হয়েছে
The wife says: Sure... go ahead
The wife means: I don't want you to
বউ বললো, ঠিক আছে, করো...
তার মানে, আপনার বউ চান না আপনি ওটা করুন
The wife says: I'm not upset
The wife means: Of course I'm upset you moron
বউ : আমি হতাশ নই।
অর্থ : আপনার স্ত্রী অবশ্যই ভেঙে পড়েছেন
The wife says: You're ... so manly
The wife means: You need a shave and sweat a lot
বউ : তুমি তো বেশ চৌকষ!
অর্থ : শীঘ্র শেভ করে পয়-পরিষ্কার হতে হবে আপনাকে
The wife says: Be romantic, turn out the lights
The wife means: I have flabby thighs.
বউ : একটু রোমান্টিক হও সোনা... আর বাতিটা নিভিয়ে দাও।
অর্থ : বুঝে নিন, আপনার এখন কর্তব্য কী
The wife says: This kitchen is so inconvenient
The wife means: I want a new house.
বউ : রান্নাঘরটা খুব বিচ্ছিরি!
অর্থ : বাসা বদলে ভালো বাসায় উঠতে হবে
The wife says: I want new curtains.
The wife means: Also carpeting, furniture, and wallpaper!
বউ : নতুন পর্দা কিনতে হবে।
অর্থ : পর্দার সাথে কার্পেট, ফার্নিচার, দেয়ালচিত্রও আবশ্যিক
The wife says: I heard a noise
The wife means: I noticed you were almost asleep.
বউ : কীসের একটা শব্দ শুনতে পেলাম!
অর্থ : তুমি কি ঘুমোচ্ছ? কাল কিন্তু ছুটির দিন এই রাত তোমার-আমার
The wife says: Do you love me?
The wife means: I'm going to ask for something expensive.
বউ : তুমি কি আমাকে ভালোবাসো না, লক্ষ্মীটি?
অর্থ : আপনার স্ত্রী অনেক দামি একটা উপহার চাইবার প্রস্তুতি নিচ্ছেন কেবল, এর বেশি নয়
The wife says: How much do you love me?
The wife means: I did something today you're not going to like.
বউ : তুমি আমাকে কতোটুকু ভালোবাসো, আমার জান?
অর্থ : আপনার স্ত্রী আজ এমন একটা অপকর্ম করেছেন, যা আপনার পছন্দ হবে না
The wife says: I'll be ready in a minute.
The wife means: Kick off your shoes and take an hour nap.
বউ : আমি এক মিনিটের মধ্যেই রেডি হয়ে আসছি
অর্থ : আপনি জুতা খুলে আপাতত ঘণ্টাখানেক ঘুমোতে পারেন; প্রসাধনীতে স্ত্রীরা খুব বেশি সময় নষ্ট করেন না! হাঃ হাঃ হাঃ
The wife says: Am I fat?
The wife means: Tell me I'm beautiful.
বউ : আমি কি মুটকি?
অর্থ : প্লিজ বলো না, আমি খুব সুন্দরী
The wife says: You have to learn to communicate.
The wife means: Just agree with me.
বউ : তোমাকে শিখতে হবে কীভাবে ভাব বিনিময় করতে হয়।
অর্থ : ঠিক ঠিক আমার কথায় একমত হও
The wife says: Are you listening to me?
The wife means: [Too late, you'r doomed.]
বউ : তুমি কি আমার কথা শুনছো?
অর্থ : তুমি গেছো!
The wife says: Yes
The wife means: No
বউ যখন কোনো কথায় 'হ্যাঁ' বলেন, ধরে নিতে হবে তিনি তাতে 'না'ই বলেছেন
The wife says: No
The wife means: No
বউ : না
এটা সত্যিই 'না'
The wife says: May be
The wife means: No
বউ : হতে পারে।
অর্থ : এটা করো না
The wife says: I'm sorry
The wife means: You'll be sorry
বউ : আমি দুঃখিত।
অর্থ : এটার জন্য তোমারই 'দুঃখিত' বলা উচিত ছিল
The wife says: Do you like this recipe?
The wife means: You better get used to it.
বউ : এই রেসিপিটা তোমার কেমন লাগে?
অর্থ : এখন থেকে নিয়মিত এই রেসিপিতেই রান্না হবে; ভালোয় ভালোয় অভ্যাস করে ফেলুন
The wife says: Was that the baby?
The wife means: Get out of bed and walk him
বউ : কে কাঁদলো? আমাদের বাবুটা না?
অর্থ : খাট থেকে দয়া করে নেমে বাবুকে নিয়ে আসো, যাও
In answer to the question "What's wrong?"
The wife says: The same old thing.
The wife means: Nothing.
The wife says: Nothing.
The wife means: Everything.
The wife says: Nothing, really.
The wife means: It's just that you're an idiot.
The wife says: I don't want to talk about it.
The wife means: I'm still building up steam.
এ অংশের বাংলা করলাম না, এর রস একটুও থাকবে না মনে করে। তবে কোনো পাঠক সরস বঙ্গানুবাদ করে দিলে এ্যাড করে দেব
৪র্থ পর্ব - আপনাদের বাণী
হতবুদ্ধি বলেছেন: বিয়ে করার প্ল্যান আছে এই সব অভিজ্ঞতা নেয়ার জন্য। কোয়াইট ইন্টারেস্টিং।
লেখক বলেছেন: আপনি তো খুব ছোট্টবেলা থেকেই অভিজ্ঞতার পেছনে ছুটছেন মিয়া অজানাকে জানার এই যে তীব্র কিউরিসিটি আপনার মধ্যে, এ জিনিসটা আমার খুব ভালো লাগলো শীঘ্র বিয়ে করে ফেলুন
হতবুদ্ধি বলেছেন: বস্ বিয়ের পেছনে লাগছেন কেন?? আপনার কি হয়ে গেছে??? আই মিন বাস্তব অভিজ্ঞতা!!!!!
লেখক বলেছেন: প্রশ্নটা অতীব গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী; ঐতিহাসিকও। প্রাজ্ঞ ব্যক্তিরা যুগে যুগে এমত প্রশ্ন মানবকূলের সমীপে নিক্ষেপ করতেন; প্রশ্নের অন্তর্নিহিত ভাবগাম্ভীর্যে তাঁরা অভিভূত ও হতবাক হতেন। এ প্রশ্নটা বিশ্লেষণ করলে আমরা বেশ কয়েকটি বিষয়ের সম্মুখীন হবো- যেমন নুনমরিচের বাজারমূল্য থেকে শুরু করে উঠতি বয়সের ছেলেমেয়েদের গোসলজনিত সমস্যাদি। তাই, আপনার কাছে আমরা সব সময়ই এ রকমের জ্ঞানগর্ভ ও স্বাস্থ্যের জন্য উপকারী প্রশ্নমালা আশা করবো
রাতভর ভালো থাকুন
পাহাড়ের কান্না বলেছেন: দাদু আমি কি তাইলে বিয়া করমু না?
লেখক বলেছেন: তুমি কি বেঁচে থাকতে চাও না, দাদু?
মেহরিন সাদিয়া সুমি বলেছেন: আপনি কি জীবিত?
লেখক বলেছেন: প্রশ্নটা যুগোপযোগী ও অতীব গুরুত্বপূর্ণ। প্রশ্নটির মধ্যে জাতির চিরন্তন মর্মবেদনা প্রচ্ছন্ন শাকের মতো নিথর শুয়ে আছে। আমি প্রশ্নকর্তার যাবজ্জীবন সুখ ও জৌলুশ কামনা করছি
বিষন্ন পথিক বলেছেন: লাইনে লাইনে চোখ টিপি দিয়া হাসি দিলেন, কথা কিন্তু অক্ষরে অক্ষরে সত্য
বাঁধলেই বাঁধন বলেছেন: আজ সিংহের বিবাহ তাই বনের ইঁদুর তার লেজ মাথার উপর ঘুরাইতে ঘুরাইতে সকল পশুপাখির নিকট আসিয়া বলিতে লাগিলো .... আজকে আমার দাদার বিবাহ ... আমার দাদার বিবাহ।
খরগোশ শুনিয়া ইঁদুরকে বলিল ... ওই ইঁদুর, সিংহ কি তোর দাদা লাগে নাকি?!!
ইঁদুর তখন জবাব দিল ... বিবাহের পূর্বে আমিও ঐ রকম সিংহ ছিলাম ।
লেখক বলেছেন: বিবাহের পূর্বে আমিও ঐ রকম সিংহ ছিলাম। হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ। সারাদেশ ইঁদুরে ভরে গেছে রে ভাই খুব জানতে ইচ্ছে করছে, আপনি ইঁদুর, নাকি এখনো 'সিংহ'?
সায়েম মুন বলেছেন: বিয়ে মানে একজন পুরুষ সারাজীবন ফাঁসিতে ঝোলানো আসামি, যে তার অর্জিত সব ডিগ্রি বউয়ের হাতে তুলে দেয়। বউ সেই সব ডিগ্রির জ্ঞান মোতাবেক আরো জ্ঞানী হয়ে যায়। পুরুষটি ডিগ্রি এবং অস্তিত্বশূন্য হয়ে ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে থাকে।
লেখক বলেছেন: হাঃ হাঃ হাঃ। তাহলে মোরাল অব দ্য জোক কী?
১) বিয়ে করবার দরকার নেই
২) তবে, বিয়ে করাই যদি 'এইম ইন লাইফ' হয়, সর্বপ্রকার বিদ্যাবুদ্ধি বা ডিগ্রি অর্জন থেকে বিরত থাকুন কষ্ট করে লেখাপড়া কেন করবেন?
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: বিয়ে তো বড্ড ঝামেলার মনে হচ্ছে সিদ্ধান্তহীনতায় ফেলে দিলেন
লেখক বলেছেন: সময়মতো সঠিক সিদ্ধান্ত নিন, জাতি যাতে সময়মতো একজন উপযুক্ত জামাই পায় সিদ্ধান্তহীনতা কাকে বলে, এবার বুঝুন
জাতির নানা বলেছেন: জাতির নানার বানীঃ শাদী এক দিল্লীকা লাড্ডু; এ খানেমে মজা অ্যাঁতা হ্যাঁয় মাগার নেহি খানেমে অরভি মজা আতা হ্যাঁয়
লেখক বলেছেন: কোন্ দিকে যাবেন? যেদিকেই যান, জীবনভর আফসোস
ডেভিড বলেছেন: শাখের করাত নামক একখান বাগধারার অর্থ বলতে না পাড়ায় স্কুলে মাইল্ড ধোলাই খাইসিলাম, বিয়ের পর যে কত বাগধারা অটো মনে চইলা আসে
লেখক বলেছেন: এ থেকে আমাদের ধারনা হয় যে, বিয়ে একটা উপকারী কম্ম বাগধারা যাতে সহজেই মুখস্থ হয়, সেজন্য বালকদিগের ছাত্রাবস্থায় বিয়ে দেয়ার ব্যবস্থা করুন
হিবিজিবি বলেছেন: যত যাই বলেন বেল তলায় সবাই যায়......একবার হলেও
লেখক বলেছেন: এজন্যই মাথাটাও ফাটে
আরজুপনি বলেছেন: পুরুষবাদী পোস্ট! রিফুরটেড বউরা কি এতোই খারাপ?!
লেখক বলেছেন: নারীশাসিত এই সমাজে পুরুষবাদী না হয়ে কি উপায় আছে? কোনোকালে একা হয় নিকো রাঁধা নারীদের তরকারী। বাজার করেছে, কিচেনে গিয়েছে, যোগান দিয়েছে নরই
স্বামীরা কি কোনোদিনই সমান অধিকার পাবে না?
প্রীতি ওয়ারেছা বলেছেন: মনে হচ্ছে আমি ভুল করে পোস্টে ঢুকে পড়েছি
লেখক বলেছেন: না ভুল করেন নি আফটার অল, প্রতিপক্ষরা কোন্ অবস্থায় দিনাতিপাত করছে সে সম্পর্কে সম্যক অবগত থাকা নৈতিক কর্তব্য বটে
শায়মা বলেছেন: ভাইয়া তোমার বিবাহ সমগ্র পড়তে পড়তে কমেন্টের ঘরে এসে বাঁধন ভাইয়ার এই কমেন্ট পড়ে আমি হাসতে হাসতে শেষ!!!
লেখক বলেছেন:
পুরুষ হয়েছো যবে, রাখিও স্মরণ
মরার আগেই হবে তোমার মরণ
পূর্বজন্মে করেছিনু কোন্ মহাপাপ
পুরুষ জনম হায় তারি অভিশাপ!!
পুরুষ বন্ধুরা সবে করে দিও ক্ষমা
পরজন্মে আমি হবো সুন্দরীতমা
সোহেল সি এস ই বলেছেন: হায়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়।কেন যে বিয়া করলাম?
লেখক বলেছেন: দোয়া থাকলো, আপনার যেন একহালি পূর্ণ হয়
সাইফুল্লাহ মুজাহিদ বলেছেন: ভাই, আমার নিকাহ করার খায়েস আর নাই।
সুন্দর পোস্ট, পরবর্তীতে শিক্ষা গ্রহনের জন্য প্রিয়তে রাখলাম।
অস্পিসাস প্রেইস বলেছেন: ভাসা ভাসা যা বুঝলামঃ
বিয়ে একটি শব্দ নয়......বিয়ে একটি বাক্য.......... কিন্তু বাক্যের যতি বা বিরাম চিহ্নগুলো সব পাগলা
৫ম পর্ব
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ফেইসবুকে স্টেটাস দিলেনঃ Marriage Quotes-এর উপর সামহোয়্যারইন ব্লগে একটা পোস্ট দিতে যাচ্ছি কী কী কোটেশন যোগ করা যায় ভাবছি কারো কোনো সাজেশন থাকলে সময় থাকতে ঝটপট বলে ফেলুন
Abu Sayeed, মহা মহোপাধ্যায়, Jems Bond and 12 others like this.
Mahjabine June : ইশ জীবন্টা যদি রিউইন্ড করা যেত
Full Vollume : লিংক শেয়ার দিয়েন।
আশরাফুল ইসলাম দূর্জয়: ‘বিয়ে করার পরই পুরুষ উপলব্ধি করে, বিয়ে করাটা জরুরি ছিল না, বরং অযথা কাজ হয়ে গেল একটা।’
অবিবাহিত হয়েও এক উদ্ধৃতি বানিয়ে দিলাম।
Nishongo Shopnodev: ভালবাসার মানুষকে দ্রুত বিয়ে করে ফেলা উচিৎ, কারণ জীবন অনেক অনিশ্চিত আর ছোটো।
সোনালী ডানার চিল : A successful marriage requires falling in love many times, always with the same person.
Shovo Rahman : জীবনটা যদি ফরম্যট করতে পারতাম!
আরমান ভাই : বিবাহ করিতে মজা, খাইতে সেইরাম কিন্তু সবাই হজম করতে পারে না। বানিয়ে আরমান ভাই (তিসা জানি এই খবর না জানে)
৬ষ্ঠ পর্ব - একটি রম্য কবিতা। প্রডিউসার - স্বয়ং সোনাবীজ
বউ ও প্রেমিকা
বউয়েরা প্রেমস্বিনী নহে প্রেমিকার মতো
বউয়েরা পানসে হয়ে যায় বছর খানেকেই
বউদের বয়স বোধ হয় বেড়ে যায় খুব দ্রুত
বউয়েরা ষোলখানি প্রেমকলা ভুলে যায় সহজেই
বউয়েরা প্রেমিকা হতো যদি, কিংবা পরকীয়া নারী
বউদের বক্ষ যদি হতো প্রেমিকার ঘরবাড়ি
স্বামীরাই পৃথিবীর প্রেমিকশ্রেষ্ঠ হতো
বউদের বড্ড অঞ্চলগত।
শেষ হইয়াও হইল না শেষ পর্ব
ব্লগ থেকে সংগৃহীত কয়েকটা ছবি দিলুম
সূত্র : ইন্টারনেট ও আমার ব্লগ
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫