১
যেখানে যাবো না পণ করি, পা পিছলে সেখানেও এসেছি পদচিহ্ন রেখে।
২
একটা শব্দ হারিয়ে গেলে খুঁজতে খুঁজতে তোমার অন্ধকারে ডুব দিই।
৩
এক জ্যোতিষি বলেছিলেন, তাই তোমাতে তিলক খুঁজেছি।
৪
একদিন মুহূর্তকালের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়েছিলে; সেদিনই প্রথম তুমি কবিতা ভালোবাসলে, লিখলে অমোঘ কবিতা।
৫
তুমি একচিলতে খাটো মেয়ে, হালকা-পাতলা, শুকনো। তোমার বুদ্ধিমত্তা বিপরীতানুপাতিক তোমার লিকলিকে দেহের তুলনায়। তোমার কবিতায় আগুন আছে। বাগ্মিতায় তুমি বাঘিনী। আমাকে তুমিই দিয়েছো বিশুদ্ধ প্রেমের অলৌকিক ঘ্রাণ। অথচ তোমার মতো বোকা মেয়ে কোথাও দেখি না।
৬
তুমি সর্বোপরি একটা মাকাল ফল; এটা বুঝবার বুদ্ধি তোমার কবে হবে?
৭
তুমি আমাকে জ্বালিয়েছিলে। আমি জ্বলি নি। এখন তুমি জ্বলছো। জ্বলো নিরন্তর...
৮
উপরে ফিটফাট, ভেতরে মসলা নেই। চেঁচানোই তোমার সম্বল।
৯
কয়লা ধুলে কয়লাই থাকে শেষমেষ। দূর থেকে লোভ দেখানো ভালো মেয়েদের গুণ। তুমি খুব ভালো মেয়ে।
সে শুধু দোষ করে প্রেমের নামে কসম খেয়ে। সর্বাঙ্গে তার বিষ মাখানো, যদিও সে ভালো মেয়ে।
১০
যেখানে যাবে না পণ করেছিলে, সেখানেই দিনরাত ঘুরঘুর করো।
এটা তোমার জেনেটিক দোষ।
২৩ মার্চ ২০১০ রাত ১২:১৮