শরবিদ্ধ চোখে অতৃপ্ত জ্বর, আর জ্বরঘুমে দিবানিশি ফোয়ারাফুল ফোটে
কখনো ঘোর- আসমানের জাহাজ হয়ে আহ্নিক গতিকে
ছুঁতে যাও মঙ্গলের টানে
এ বুঝি অঘটনঘটনসম্ভবকাল! হয়ে গেছে, হবে হবে!
তথাপি কেটে গেলো এগার বছর
যথেচ্ছ সঙ্গম দিলে; সুনির্মল অরগাজ্ম শেষে কৃতজ্ঞ চোখ দিলে
এগার বছর, অথচ আজও তুমি দিলে না প্রেম
লেনাদেনা বুঝি না। অভিমান বুঝি না আমি। আমি শুধু ডানপিটে মনকে এবার
খোয়াড়ে রাখবো সমাগত কাল থেকে ইতিহাস লিখবো বলে
সহসাই
তুমি সাধবে। ওসব উচ্ছিষ্টে আমার তখন বড্ড বিবমিষা। আমি বদলাতে জানি, আর
আমারে ঢের চিনি। তুমি কিন্তু চেনো না তোমারে।