মাথাতে উকুন কাঠেতে ঘুণ, যেজন না জানে জ্ঞানী সে দারুণ। একদা কী হলো : ঘুণেরা উকুন হলো মগজের লোভে। উকুন ঘুণ হয়ে অনাহারে মরে।
'হয়নি বাছা, হয়নি।'
কাঠেতে উকুন, মাথাতে ঘুণ, যেজন তা জানে জ্ঞানী সে দারুণ। একদা কী হলো : ঘুণেরা উকুন হলো, উকুনেরা ঘুণ।
এবার শুনে আধুনিক চণ্ডিদাস :
'এই তো চাই! সাবাশ! সাবাশ!'
....................
কৃতজ্ঞতা : ঝর্ণাদি
(তাঁর কবিতার উপর কমেন্ট করতে গিয়ে কমেন্ট না করে এটা দিয়ে বসলাম। উত্তরাধুনিক কালে আমার কী যে হলো!)
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩০