অনেকদিন অপেক্ষা
করেছি, তোমাকে স্বাগত জানাবো বলে,
তুমি এলে আজ!
অনেক খুশি লাগছে!
তোমার ঐতিহ্যের ধারা- নানাবিদ, পুরাবিৎ,
পুরোহিত যত,
ফাগুনে-মাগুনে, বৈশাখীর আভায় ওরা
দেখেছে শত।
তুমি এলে তাই, আমি খুজে পাই আমার
অতিত গাথা,
প্রভাতে স্মরি, আনন্দে ঘুরি মঙ্গল শুভ
যাত্রা।
লুঙ্গি কাধে, ধামা- কুলো হাতে, ঢোল-
কাশি-তবলা বাজে,
বাংলা আমার, বঙ্গ আমার, নব
রুপে সাজে।
পান্তা-ইলিশ, লঙকা-মরিচ আরো
প্রভাতের কত আয়োজন,
শানিত উচ্ছেদ, নয় বিচ্ছেদ,
ভ্রাতৃত্বের দৃঢ় বন্ধন।
জয়ের উচ্ছাসে, প্রকৃতির বিশ্বাসে গাথা হোক
জীবনের মানে,
তোমাকে স্বাগত, তুমি এসো হে,বাঙালির প্রাণের
টানে।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩১