ক্যাম্পের দেয়ালে যে ছেলেটার
মগজ ছিটকে লেগেছিলো,
তার করোটিতে আজ আরেকবার ঢুকে গেলো তপ্ত সীসা।
চার টুকরো শাড়ী দিয়ে
আমার যে মা লজ্জা ঢাকছিলো,
তাকে আমার সামনেই আজ
আরেকবার ছিঁড়ে ছিঁড়ে খেলো কুত্তার দল।
শুকর শ্রেষ্ঠ টাকে খোঁয়াড়ে বসিয়ে,
হাইব্রিড পুষ্টিকর খাবার দেয়া হবে আজ থেকে।
আর আমার বীরশ্রেষ্ঠ পিতার পরিবার।
হাত পেতে পেতে দুই টাকা গ্লাস পানির দাম নেয়।
আমি বাংলাদেশের গর্ভে জন্মানো এক জারজ সন্তান।
আমার শীরায় রক্ত নাই,
পুঁজ আর পাকিস্তানীর নোংরা পেশাব।
থুহ।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৬