অনেক শখ করে ঈদ করতে গ্রামের বাড়ি বরিশাল এলাম । গতকাল লঞ্চে রওনা করেছিলাম , আর আজকে ভোর বেলা এসে বাড়ি পৌছালাম । বরিশাল শহরের আমাদের বাসা ।
সেই সকাল থেকে বৃষ্টি শুরু । ঈদের নামাজ পরতেও অনেক ঠেলা পোহাতে হয়েছে । কষ্ট করে নামাজ পরে বাড়ি ফিরার পর দেখি কোন খাবার নাই । সেই খালি পেট নিয়ে বেরিয়ে পড়লাম বন্ধুর বাড়ির উদ্দেশ্যে । তখন বৃষ্টি ছিল না । বন্ধুর বাড়ি যাওয়ার পর পোলাউ আর গরুর মাংশ খেয়ে যখন বেনসনে টানটা দিলাম তখন যা লাগছিল না
এরপর শুরু হল ঝুমবৃষ্টি । তবে আমার কাছে মনে হয়েছিল আল্লাহের গজব নামছে । যারে জিগাই হেই কয় ১০ টা রোজা রাখছি ২০ টা রোজা রাখছি
যাই হোক বৃষ্টি শেষে বিকেল বেলা বন্ধুর বাসা থেকে বের হয়ে গেলাম । রিক্সায় করে বাসার ফিরছি । কিন্তু রাস্তার মোরে মোরে আজাইরা সব পোলাপান ঘাটি গেড়ে নিয়েছে । রাস্তায় যে মে ই যায় তাকেই টিজ করছে । দেখে খুব অবাকই হলাম । বরিশাল ম্যাইন শহরে যদি এমন অবস্থা হয় তবে গ্রাম গঞ্জে ইভটিজিং যে কত ভয়াবহ অবস্থা ধারন করেছে তা সহজেই বঝা যাচ্ছে । তারা আমাকেও ছাড় দেয় নি আমাকেও টিজ করেছে । আমি এর বিচার চাই
বৃষ্টি , রাস্তাঘাটের কাদা আমার ঈদটাই নষ্ট করে দিল ।
আর সব থেকে দুখের ব্যাপার হল এবার জীবনের প্রথমবার ঈদে কোন সালামি পাই নাই । পকেট পুরাই ফাক্কা