ফরহাদ মজহারের নেতৃত্বে ‘নাগরিক অধিকার রক্ষা জাতীয় কমিটির আত্মপ্রকা। দলমতের উর্ধ্বে থেকে দেশের জন্য কাজ করে প্রকৃতপক্ষে জাতীয় কমিটি হয়ে উঠুক নাগরিক অধিকার রক্ষা জাতীয় কমিটি।
সরকারের জুলুম, নির্যাতন বন্ধ, মানবাধিকার প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ প্রতিরোধের অঙ্গীকার নিয়ে ‘ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস’ বা নাগরিক অধিকার রক্ষা জাতীয় কমিটি নামে বুদ্ধিজীবী-পেশাজীবীদের একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। ২০০১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে প্রখ্যাত রাষ্ট্র ও সমাজচিন্তক, কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত দেশের বুদ্ধিজীবী, পেশাজীবী, সাংবাদিক, শিক্ষক, লেখক, শিল্পী, চিকিত্সক, প্রকৌশলী, কৃষিবিদ ও বিশিষ্ট নাগরিকদের এক মতবিনিময় সভা ও নাগরিক সমাবেশে এ ঘোষণা দেয়া হয়। সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ কায়েম এ সংগঠনের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়।
নাগরিক এ সমাবেশে ঘোষণা দেয়া হয়, ২০০১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সারাদেশের পেশাজীবীদের নির্বাচিত কমিটি, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিকরা এ কমিটিতে অন্তর্ভুক্ত হবেন। এই সংগঠনে একটি অভিভাবক পরিষদ বা গার্ডিয়ান কাউন্সিল থাকবে। এছাড়া যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব এবং সদস্য হিসেবে ২০০১ জনকে অন্তর্ভুক্ত করা হবে।
পেশাজীবী বিভিন্ন সংগঠনের নির্বাচিত সভাপতিরা এ কমিটির যুগ্ম আহ্বায়ক এবং মহাসচিব ও সাধারণ সম্পাদকরা সদস্য সচিব হিসেবে থাকবেন। পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা করা হবে। কেন্দ্রীয় কমিটি ছাড়াও সারাদেশে জেলায় জেলায় নাগরিক অধিকার রক্ষা কমিটি গঠন করা হবে।
এ সংগঠনের মাধ্যমে সারাদেশে সরকারের জুলুম, নির্যাতন বন্ধ, মানবাধিকার প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ প্রতিরোধ করতে প্রত্যেক বিভাগ, জেলা, উপজেলায় কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আগামী কয়েকদিনের মধ্যে আহ্বায়কের নেতৃত্বে বৈঠক করে ২০০১ সদস্যের চূড়ান্ত কমিটির নাম ঘোষণা করা হবে বলেও গতকালের সমাবেশে ঘোষণা দেয়া হয়। সমাবেশে রাজধানী ছাড়াও বিভিন্ন জেলা থেকে বুদ্ধিজীবী ও পেশাজীবীরা অংশ নেন।