লিটারেচার রিভিও
এই ব্লগে 'ছাগু' একটি বহুল উচ্চারিত শব্দ। হয়তো সার্চ করলে দেখা যাবে যে ২ বর্ণের এই শব্দটি এই ব্লগে সবচেয়ে বেশি ব্যবহার করা শব্দের মধ্যে অন্যতম। এই শব্দের আড়ালে বাস করা ভালোমন্দ বিচার করা প্রেজেন্ট রিভিওয়ের উদ্দেশ্য নয়। তাই সেদিকে যাচ্ছি না। কিছু মৌলিক ব্যাপারে আলোকপাতই উদ্দেশ্য।
আগের জিনিস আগে সেরে নেয়া ভাল। প্রশ্ন করতে পারেন, ছাগু কে বা কি? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এস্কিমো। বলা যায় এস্কিমো একজন জীবন্ত ছাগুকোষ। তার ধারাবাহিক পোষ্টগুলো ছাগু বিষয়ে আপনার চোখ, দাঁত, হাত পা সব খুলে দেবে। ছাগুর জন্মরহস্য উন্মোচন করেছেন ব্লগার চক্র। যদিও তার স্বপ্নে পাওয়া এই থিওরি অফ অরিজিন ব্যাপক জনপ্রিয় তবে আরো যেসব থিউরি আছে তাদের মধ্যে উপপাদ্য ৭৮৬ আর ৪২০ বিশেষ উল্লেখ্য।
ছাগু নিয়ে কি হয়নি! ঝড়াপাতা একটা কালজয়ীপ্যারডি করেছেন। ছাগুরঈশ্বরের সাথে কথপকথন ফাস করেছেন মুখফোড়। মুখফোড়কে বলা যায় ছাগুবিষয়ক হোমারের গদ্য সংস্করণ। ছাগুরামের যে শুধু আলোচকই আছেন, তা নয়। অ:র:পি:র মত কিছু বেরসিক সমালোচক ছাগুর কিছু বেসিক নিয়ে প্রশ্ন তুলেছেন। ছাগুর নিয়মিত খোজ ও খবর রাখা এবং করে দেয়াঅনেকের ধর্মকর্মের মধ্যে পড়ে।
ছাগুর ছবির অভাব নেই।
ছাগুর রেফারেন্স হিসেবে অবশ্যপাঠ্য তিনটি ব্লগ--.)এস্কিমো, মুখফোড় এবং অ:র:পি: ।
(সবার রেফারেন্স পাঠ শেষ হলে আসতে পারে ছাগুনামা ২)