ভিক্ষুকগোরে অখন ১টাকা/২টাকা দিলে, যে দিছে তারই প্রেস্টিজের ব্যাপার।




মনে আছে, একবার আমার আম্মা এক ভিক্ষুকরে ২টা রুটি দিছে।ভিক্ষুক ক্ষেইপা গিয়া কয়, "আমার কি ডায়বেটিস হইছে নাকি,যে রুটি খামু!! টেকা থাকলে দেন,নাইলে যাইগা।" আমার আম্মা তো পুরা থ....!!!!
যাই হোক, সেইদইন আর বেশি দূরে নাই....যেদিন ভিক্ষুকরা অনলাইনে ভিক্ষা করবো।যে যে দান করতে ইচ্ছুক paypal একাউন্টে টাকা পাঠায়া দিবো।


আসেন ইদানিং কালের কিছু নমুনা দেখি---------
ভাব দেখছেন নাকি??!! কোট-প্যান্ট পইরা ভিক্ষা করতে বইছে!!

একজন ৫০০টাকার নোট দিয়া ফালাইছে!!! মডার্ণ যুগ বইলা কথা।


সানগ্লাস পরা দেইখা মনে কইরেন না যে এরা অন্ধ!!
বিশেষ কৃতজ্ঞতায়: ObZ ruLz ফকির সমিতি ।
পোশাক-পরিচ্ছেদ: TigersEye