সামহোয়্যার ইন ব্লগে আমার এই অ্যাকাউন্টটা খুলেছিলাম প্রায় ১০মাস আগে।লেখালেখির প্রতি কোনো আগ্রহ থেকে নয়, কমেন্ট করার আগ্রহে। অনেকের লেখা পড়তাম(এখনও পড়ি), ভালো লাগতো- ভালো লাগাটা জানানোর জন্যই মূলত অ্যাকাউন্টটা খোলা হয়েছিল।
কিন্তু বিধিবাম।

আমাকে বলা হলো ৭দিন পর্যবেক্ষণে রাখা হবে, তারপর কমেন্ট করতে পারবো- এই জাতীয় কিছু একটা। কিন্তু এই সাতদিন গত ১০মাসের মধ্যে মনে হয় ছিলো না। শেষ পর্যন্ত যা বুঝতে পারলাম- আমার নিজেকেই প্রথমে ১টি ব্লগ লিখতে হবে। কাজটা যে আমার জন্য নয়, তা আমি এই কয়েক লাইন লিখতে গিয়েই টের পেয়েছি।

তবুও লিখালাম। কারণ, আমার রুমমেট কিশোর যে কিনা পুরো সেমিস্টারে কখনো খাতা-কলম ব্যবহার করে না, সে ও ২দিন আগে ১টা ব্লগ লিখেছে। অতঃপর, অদম্য ইচ্ছাশক্তির কারণে- আমি একজন নতুন ব্লগার।

শেষে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকল পাগলের কাছে কারণ, লেখার টাইটেলে আমি ব্লগারদের সাথে পাগলদের গুলিয়ে ফেলেছি (পাগলরা মাইন্ড করলে আবার কোন বিপদে পরি কে জানে!

)। আশা করছি, ব্লগের মডারেটর আমার প্রতি সদয় হবেন এবং পর্যবেক্ষণের সেই ৭দিন খুব শীঘ্রই আমার জীবনে আসবে।