
আমি চাই অজস্র মন খারাপ নিয়ে বেঁচে থাকি,
হৃদয়ের সবটা জুড়ে নীল কষ্টরা কুড়ে কুড়ে খাক স্মৃতি!
আমি চাই সবটা দুপুর অভিমান নিয়ে বসে থাক,
অপেক্ষার প্রহর গুনিস... তবু যেন আমি ফিরে না আসি।
আমি চাই বেঁচে থাকার সবটা দিনে
আমায় ভেবে তুই না কাঁদিস।
আমি চাই তুই তুচ্ছতায় রেগে যাস,
অকথ্য ভাষায় করিস নালিশ,
আমি চাই তুই ঘৃণা করিস,
যতটা পারিস দূরে থাকিস।
আমি চাই তোর নিঃসঙ্গতা কাটুক নতুন চমকে,
আমি নিঃস্ব থেকে নিঃস্ব হতে চাই তোর অমতে..
আমি চাই তোকে ভালবেসেও যেন বলতে না পারি ভালবাসি।।
প্রত্যাখ্যানে তোর হাসির ঝিলিক মিলিয়ে যাক, অশ্রু ধারার নোনা ভালবাসায়...
ছবিঃ-ফেসবুক
অনেক দিন পর কবিতা লিখলাম, কেমন যে হইছে
