
ভুলতে গেছি তোকে!
চেয়ে দেখ অন্য কেউ এই চোখে।
স্বপ্ন গুলো একা তুই ছাড়া দেখি.
এখন একা বৃষ্টিতে ভিজি।
তুই নেই একাকীত্বের মাঝে!
এখন একাকীত্ব গুলো বড় বাজে।
তুই নেই তবু তোর অভিমান আছে.
তাড়িয়ে বেড়ায় নীরব সাঁঝে।

তোর দেয়া ভালবাসা অভিশাপ লাগে.
আমার ভালবাসা মরেছে বহুকাল আগে।
তোকে ছাড়া এখন দিব্যি ভাল আছি,
ভালো আছি তোকে এখন ভালো না বেসেও!
তাই আর বলা হয় না তোকে ভালোবাসি!

তুই! তোকে ভুলে গেছি তোর মতো করে.
তুই ভাল থাকিস তোর আপন ভুবনে
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:২২