
আমি কেন জানি রাগতে পারি না! শত চেষ্টা করেও কার উপরে রাগ করে থাকতে পারি না।সেই ছোটবেলা থেকেই অন্য ছেলেপেলেদের সাথে মারামারি হত!!সব সময় অবশ্য আমি বেশী মার খেতাম..



অবশেষে হার মেনে যখন মনে মনে প্রতিজ্ঞা করতাম এর সাথে আর কখনো কথা বলবো না।



ছোটো বেলায় এই একটা কারণে সবার কাছে প্রিয় ছিলাম! জয় কখনো রাগ করে না। :!>
তবে খুব আবেগী ছিলাম. এখনো তাই আছি...
তবে কেউ খোঁচা দিয়ে কথা বললে অমনি মন খারাপ হয়ে যেত.এখনো হয়।


আজ অনেক চেষ্টা করলাম একটু রাগ করে থাকতে



কয়েক মিনিটের জন্য মনে হল একটা অগ্নিগিরি থেকে আগুনের লাভা বের হচ্ছে!!


আর এখন তা কঠিন ঠাণ্ডা বরফ... :-&

অনেক কে দেখেছি রাগ উঠলে ভাংচুর শুরু করে দেয়!!


Evan রাগের বসে এসে একটা ঘর পর্যন্ত ভাঙ্গতে দেখলাম!!
আমার নিজের আর চাচাতো ভাই বোনদের দেখেছি তাদের রাগ উঠলে ছোটো খাটো সুনামি অথবা সীডর হয়ে যেতো!!!


মনে মনে ভাব নিতাম আমার রাগ উঠলে এ রকম একটা তোড়ফোড় শুরু করে দিবো।


কিন্তু কিসের কি! ১০নম্বর বিপদ সংকেত দেখায় But ঝড় আর আসে না।


রাগের মাথায় কিছু করলে তার ফল কখনো শুভ হয় না।
তাই মাঝে মাঝে মনে হয় না রেগে হয়তো ভালই করেছি!!

সত্যি ঠাণ্ডা মাথায় হয়তো খুন করা সম্ভব!!
কিন্তু আমার পক্ষে রাগ করা সম্ভব না।


রাগের উপর রাগ করে একটা কাব্য লিখলাম:-
ও রাগ..রাগ!

বাপ!একটু চাইয়া দেখ..

আমারে কি হয় না তোর পছন্দ

তুই কি শালা অন্ধ

তোর লগে আমার কিসের ধন্ধ!!

তোর ইনকামিং আছে

মাগার আউট গোয়িং বন্ধ


অফটপিকঃ মাঝে মধ্যে ক্লাসে দুই একটা ক্যাচাল হয়! আর দেখা যায় আমার চোদ্দ গুষ্ঠি নিয়া টানাটানি শুরু কইরা দেয়!


আমার কিছু নামে ধরতি ফ্রেন্ড আছে তাদের কাম অইলো আগুনে ঘি ঢালা!!

তারা কইবো দোস্ত ঐ তোরে এতো বড় একটা কথা কইলো আর তুই চুপ কইরা বইসা আসছ..

আমি শুধু কইতাম আল্লা আমারে মুন্তালি মাডি দিয়া বানাইছে!!



আমার যে কেন রাগ আসে না!!!



এই পোষ্ট আমার ভেতর ঘুমিয়ে থাকা রাগকে উৎসর্গ করলাম।
