বাংলাদেশের কিছু দুর্নীতিবাজ লোক বসে আছে ভারত, অস্ট্রেলিয়ার পা চাটার জন্য.. তাই তারা আম্পায়ার দের ভুলের প্রতিবাদ করেনা, অন্য দলের খারাপ ব্যবহার নিয়ে রিপোর্ট করেনা, খালি নিজ দেশের প্লেয়ারদের কিভাবে দোষ ধরা যায় তার সুযোগ খোজে.... আরে বাবা সাকিবের আচরণ এমনি এমনি আসেনি, দিনের পর দিন প্রেসার দিলে যে কেউ পাগল হয়ে যাবে.. এছাড়া ক্যামেরাম্যানের বার বার সাকিবের প্রাইভেসি নষ্ট করে ছবি তুলে উত্যক্ত করাটাও একটা কারন ছিল (মনে হয় সাকিব ওই আচরন করে বলতে চেয়েছিল নে বাবা নে এবার ভাল করে ছবি তোল )
আসলে নিজের মন মত করে খেলতে পারছেনা কোন বাংলাদেশী প্লেয়ার.. বিসিবি প্রতিনিয়ত নানা জটিলতায় ফেলছে বাংলাদেশের প্লেয়ার দের উপর, কেন এমন করছে তার খুব ভাল কারন আছে.. এখন ভারতের টিম তাদের সব ভাল প্লেয়ারদের ছাড়া খেলবে, ইতিমধ্যে নিউজিল্যান্ডের কাছে কিউই ধোলাই খেয়ে তারা চিন্তিত, অস্ট্রেলিয়ারও ফর্ম খারাপ, তাদের বোর্ডের থেকেই প্রেশার আসছে বিসিবির উপর, আর নির্লজ্জ বিসিবি ওদের কথায় আর উপরি টাকার লোভে সাকিব, তামিম, মুশফিক দের না খেলতে দেবার যেন পন করেছে এখন

এবার মুশফিককে সতর্ক করল বিসিবি
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৯