হযরত মুহাম্মদ (সা.) নিয়ে তৈরী মুভি নিয়ে বাংলাদেশ সরকার Youtube বন্ধ করে দিয়েছে ।
আমার মত অনেকেই আছে যাদের Youtube ছাড়া চলে না । তাছাড়া Youtube এ অনেক ধরনের লানিং ভিডিও থাকে যা মানুষকে নানা ভাবে সাহায্য করে । যাই হোক Youtube এর গুনকীর্তন অনেক । সেদিগে না যেয়ে দেখি কিভাবে Youtube চালানো যায় ।
বাংলাদেশ থেকে Youtube এর প্রোটোকল বন্ধ করছে তো কি হয়ছে , আমি আছি না ?
চলুন এবার তাহলে দেখি কিভাবে তা করা যায় :
১. টর ব্রাউজার টা ডাউনলোড করে আন জিপ করে নেন । মজিলা ফায়ার ফক্সের ইন্টারফেজ এ এই ব্রাউজার টা পাবেন । এই ব্রাউজার আল্লার দুনিয়ার কাউরে মানে না । Youtube বন্ধ থাকুক আর যাই হোক এই ব্রাউজার দিয়ে আসবেই ।

* ফাষ্ট টাইম ব্রাউজারটা আপনার পিসিতে রান হতে সময় নিবে ।
** এই ব্রাইজার টা অপেক্ষাকৃত একটু স্লো হবে ।
২. মজিলা ফায়ার ফক্সের নিচের কনফিগারেশন টি করে নিন ।
যারা বাংলাদেশ থেকে YouTube Browse করতে পারছেন না তারা Browser(Mozilla Firefox)এ গিয়ে নিচের ধাপ গুলো সম্পন্ন করুন-
Tools>Option>Advance>Network>Setting>Manual Proxy Configuration.
use : 178.18.17.208 as proxy
use : 8080 as port.
mark all > ok
now browse YouTube
৩. এই পদ্ধতিটা আরো সোজা, নিচের লিংক এ ক্লিক করেন আর চালান YouTube
ইউটিউব টেলেসমাতি
যে কোন ধরনের সমস্যার জন্য আপনারা ঘুরে আসতে পারেন আমার ফেসবুকের এই পেজটি থেকে
