
উইন্ডোজ এক্সপি ইন্সটল পেন ড্রাইভ থেকে দিতে গেলে আপনার যা যা লাগবে :
১. উইন টু ফ্লাশ
২. এক্স পি সিডি
৩. পেন ড্রাইভ (মিনিমাম ১ গিগা বা তার উপরে)
৪. আপনার মাদার বোর্ড ইউ এস বি বুট সার্পোটেড ।
যাই হোক শুরু করি :-
প্রথমে উইন টু ফ্লাশ সফটওয়্যার টি রান করি ।

উপরের মত করে টিক দেয়া ঘরে ক্লিক করি ।
এবার নেক্সট চাপি

এবার যে স্ক্রিন টি আসবে সেখান থেকে সোর্স ফোল্ডার ( সিডি সহ উইন্ডোজ ড্রাইভ টি) দেখিয়ে দিই ।
এবং পরে আপনার পেন ড্রাইভটি ব্রাউজ করে দেখিয়ে দিন , পরে নেক্সট চাপুন ।

এর পর লাইসেন্স এগ্রিমেন্ট এ একসেপ্ট করেুন ।

যদি এ জাতীয় কোন এরর মেসেজ আসে তবে ওকে চাপুন (সবার ক্ষেত্রে নাও আসতে পারে । )

এর পর আপনার উইন্ডোজ ফাইল গুলো কপি হতে শুরু মানে পেন ড্রাইভ কনফিগার করবে ।
শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।
(১০-১৫ মিনিট লাগবে , পিসি ভেদে ৩০ মিনিট বা সময়ের তারতম্য হতে পারে । )

ফাইল কপি করা শেষ হলে এবার এক্সিট দিয়ে বের হয়ে আসুন ।
এবার আপনার সিডি রম থেকে মানে উইন্ডোজ এর সিডির সব ফাইলগুলোকে পেন ড্রাইভে কপি করেন ।
ব্যাস কাজ শেষ ।
এবার কপি করা শেষ হলে পেন ড্রাইভ লাগানো অবস্থায় পিসি রি স্ট্যার্ট দিন
বায়োসে ঢুকুন ।
বায়োসে হার্ডডিস্ক প্রায়োরিটি তে গেলে দুটা হার্ড ডিস্ক দেখতে পাবেন ।
একটা পেন ড্রাইভ আর একটা আপনার ইন্ট্যানাল হার্ড ডিস্ক ।
পেন ড্রাইভ কে ফার্ষ্ট হার্ড ডিস্ক ও আপনার ইন্ট্যানাল হার্ড ডিস্ককে সেকেন্ডে রাখুন ।

এবার বুট প্রায়োরিটি তে যান ।
এখান থেকে ফার্ষ্ট বুট হিসেবে রিমুব্যাল ডিভাইস রাখুন এবং সেকেন্ডে হিসেবে আপনার হার্ড ডিস্ক রাখুন ।

ব্যাস কাজ শেষ
সব ঠিক থাকলে নিচের স্ক্রিন শর্টের মত বুট স্ক্রিন দেখতে পাবেন । যেখান থেকে আপনি নরম্যাল নিয়মে পেন ড্রাইভ থেকে উইন্ডোজ দিতে পাবেন ।

কেউ যদি এই প্রসেস করতে যেয়ে সমস্যায় পড়েন তবে তাৎক্ষনিক ভাবে আমাকে জানান ।

মোমেন ভাইকে উৎসর্গ করলাম এই লেখাটি এবং একই সাথে তাকে তিরস্কার । তিনি এই জিনিসটা শেখা নিয়ে আমার মাথা খারাপ করে দিছে ।