আমরা যারা Operating System হিসেবে Windows চালাই তারা প্রায় একটা সমস্যায় পড়ি তা হল দেখা যায় যে কাম্পউটার চালু হচ্ছে না , ফাইল মিসিং,কোন Program কাজ করছে না অথবা সিস্টেম Crash !
তখন আমাদের আবার নতুন করে Operating System দিতে হয় , যা বরাবরই বিরক্তি কর বা সময় সাপেক্ষ। তার চেয়ে বেশী বিরক্তি কর তা হল Operating System Install করার পর দরকারী Software গুলো খুজে খুজে বের করে আবার Install করা । এসব ঝামেল থেকেই সহজেই মুক্তি পাওয়া যেতে পারে Norton ghostর মাধ্যমে। এটি Software সহ Operating System কে ব্যাকআপ ও রিস্টোর করতে পারে ।
কাজ শুরু করার আগে নিচের লিংক থেকে নামিয়ে নিন Norton ghost সফট্ওয়্যার টি ।

Direct link
Torrent link
চলুন তবে এবার শুরু করি :
১. প্রথমে বায়াস থেকে সিডি/ডিভিডি রোম কে ফার্ষ্ট বুট হিসেবে সিলেক্ট করুন ।
২.বুট করার পর এটি প্রথমে আপনার কাছে License agreement warning দিবে । ওকে দিয়ে সামনের যান ।
৩.এবার যে অপশন টি আসবে সেকান থেকে নিচের ছবির মত Local > Partition > To Image সিলেক্ট করুন ।
৪. এখানে আপনার হার্ডডিস্ক টি দেখাবে , যদি একাধিক হার্ডডিস্ক থেকে থাকে তবে আপনি আপনার যে হার্ডডিস্কে কাজ করবেন সেটি সিলেক্ট করুন ।
* উল্লেখ্য আপনার হাডৃডিস্কে এখানে কোন পার্টিশন দেখাবে না । পুরো হার্ডডিস্ক এর স্পেস একত্রে দেখাবে । ভয়ের কোন কারন নেই , পরবর্ত ধাপে যান ।
৫.এবার যে ড্রাইভ এর ব্যাকআপ রাখেবন সেটি সিলেক্ট করুন ।
৬. এবার যে ড্রাইভে ব্যাকআপ রাখবেন সেটি সিলেক্ট করুন ।
মনে করুন আপনি C ড্রাইভ ব্যাকআপ রাখবেন, তাহলে আপনি ব্যাকআপ রাখার জন্য C ড্রাইভ ছাড়া অন্য যে কোন ড্রাইভ টি সিলেক্ট করুন ঐ ব্যাকআপ ফাইলটি রাখার জন্য ।
৭. এবার ব্যাক আপ প্রসেস শুরু হবে । ৫-৮ মিনিট লাগবে আপনার ব্যাকআপ প্রসেস মেষ হতে ।
*সময়টা আরো কম বা বেশী লগতে পারে । তবে এটা নির্ভর করবে আপনার সিষ্টেমের উপর ।
এভাবেই আপনি পারেন বারবার উইন্ডাজর ইন্সটল করার ঝামেলা থেকে । বাচিয়ে নিতে পারেন আপনার সময়টুকুও ।
ব্যাকআপ ফাইলটি চাইলে অন্য কোন সিডি বা ডিভিডি বা পেন ড্রাইভেও রেখে দিতে পারেন ।
রিস্টোর করার জন্য আপনি উপরের ৩ নং প্রসেস থেকে Local > Partition > From Image সিলেক্ট করে পরের ধাপে যান ।
এবার যে ড্রাইভে এটি রিস্টোর করতে চান সেটি দেখিয়ে দিন ।
ব্যাস এবার এগিয়ে যান ।
এখন কথা হচ্ছে যদি Image রিস্টোর করার সময় সি ড্রাইভ ফরমেট দিতে হয় তখন কি করবেন ?
সি ড্রাইভ ফরমেট করার জন্য নিচের টুলসটি ব্যবহার করতে পারেন ।
এটিও বুট থেকে রান কারা যায়
Paragon Backup and Recovery v11 Compact Edition + Recovery CD
উপরের সফটওয়্যারের যে সব লিংক দেয়া হয়েছে সেগুলোকে কিন্তু সিডি করতে হলে আপনাকে বুটেবল করে নিতে হবে ।
বা কেই চাইলে সিডি না করে বুটেবল পেনড্রাইভ করেও আপনি এই প্রসেস এ ব্যবহার করতে পারবেন ।
* উল্রেখ্য বাজারে কম্পিউটার কিনতে গেলে দোকানের লোকেরা যে আপনার হার্ডডিস্ক পার্টিশন করে দেয় সাথে কিছু গান বা সফটওয়্যার দিয়ে দেয় তা কিন্তু এই প্রসেসের মাধ্যমেই দেয় ।
আপনি চাইলে মাত্র ২০ মিনিটে আপনার পুরো হার্ডডিস্ক ডাটা সহ অন্য কারো হার্ডডিস্কে দিয়ে দিতে পারেন ।
কেউ যদি পরে এই প্রক্রিয়া টি ট্রাই করে দেখার জন্য পোষ্টটি প্রিয়তে নিয়ে থাকেন এবং অনেক দিন পরে করার সময় সমস্যায় পড়েন নখন হয়ত আপনার মন্তব্য আমি নাও দেখতে পারি । তাই নিচের লিংকে চলে আসুন । সাথে সাথে সাপোর্ট পাবেন । এটি আমার ফেনবুকের একটি গ্রুপ । যার অ্যাডমিন আমি নিজেই ।
কম্পিউটার এর যে কোন বিষয়ের তাৎক্ষনিক সমাধান
DIGITAL TEAM LIMITED ।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১২ রাত ১০:২৪