মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত - হাদীস
আসলে মায়ের চেয়ে মা শব্দটার প্রতিই
মনে হয় আমাদের ভালোবাসা বেশি, তাই
মা দিবস পালনের পাশাপাশিই আমরা
মায়েদের বৃদ্ধাশ্রমে পাঠানোর প্ল্যান করি,
অথবা তাদের করি নিজভূমে পরবাসী !
একরাশ একাকীত্ব স্মৃতির সিন্দুক নিয়ে
তাদের সময় কাটে অন্তহীন অপেক্ষায়
সন্তান ও সন্তানদের সন্তানদের জন্য,
কখনো সে অপেক্ষার অবসান ঘটে আর
কখনো ঘটে যায় জীবনেরই অবসান !
মা মা করতে করতে কবিতা লিখতে থাকি
গান গাইতে থাকি আর ছবি আঁকতে থাকি,
মা পোস্টকার্ডে থাকেন আর পোস্টারে থাকেন
মা কাগজে কলমে থাকেন-কফির আড্ডায়
থাকেন-কালচারের কোনাকাঞ্চিতে থাকেন !
বাতিল কাগজের মতো আমাদের মায়েরা
এখানে, ওখানে ও সেখানে উড়তে থাকেন...
[১৫-০৯-২০১২]