জটাধারী এক পাগল আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। সর্বাঙ্গে ময়লা , কালো দেহ। পাগল মানুষটা বেশ শান্তশিষ্টভঙ্গিতেই আধখানা শক্ত পরোটা চিবাতে চিবাতে চলছে। এইরকম দৃশ্য অহরহ দেখা যায় এই দেশে। সুস্থ স্বাভাবিক মানুষদেরই কোনো স্বাভাবিক অধিকার নিশ্চিত না, সেইখানে বোধবুদ্ধিহীন এইসব অসহায় মানুষদের কে পোছে?
দৃশ্যটার পার্থক্য হলো, পাগল মানুষটি সম্পূর্ণ উলঙ্গ। আর আমরা , রাষ্ট্রের কিছুটা হলেও বা পুরোপরি সুবিধা আদায় করে নেওয়া সুবিধাভোগী নাগরিকরা, চেয়ে চেয়ে দেখি। হাঁটতে হাঁটতে দেখি, টয়োটা থেকে দেখি, ক্লুগার থেকে দেখি, মাজদা-বিএমডাব্লিউ থেকেও দেখি। দেখে খারাপ লাগলে চোখ সরিয়ে নেই।
একজনকে বলতে শুনি, ছিঃ এইগুলারে গুলশান এলাকায় ঢুকতে দেয় কেন? আরেকজন বলে তাকাইয়েন না ভাই। তবে আমার কেন জানি পছন্দ হয় এই বোধহীন অসহায় মানুষটার এই বিলাস-কবলিত অঞ্চলে ঢুকে পড়ায়। এই উলঙ্গ পাগল মানুষটা কেয়ারি করা রোড ডিভাইডার আর কাঁচের দেয়ালে ঘেরা ঠান্ডা বিচ্ছিন্ন অঞ্চলে একধরণের প্রতিবাদ, ত্রাস মনে হয় আমার কাছে, সবাই দেখো; কি উলঙ্গ আমাদের সমাজ আর রাষ্ট্র।
আমরা নির্বিকার ঔদাসিন্যে বয়ে নিয়ে যাই আমাদের।

জুলাই ২৮, ২০০৯ : সকাল নয়টা হতে দুপুর সাড়ে বারোটা: বিজয় স্মরণী হতে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বাসা হতে বের হলাম ৮:৩০ সকালে, অফিসে পৌছেছিলাম ১২:৪০ । বিজয় স্মরণী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি ভেসে যায় কাৎ হয়ে যায়, কিছু কিছু রিক্সা চিৎ ও হয়ে যায়। প্রধানমন্ত্রী উলটো রাস্তা দিয়ে আসবেন তাই আমরা আমজনতাকে আজো এই দুর্যোগে আটকে রাখা; এই ঢাকার নাগরিক জীবন। চারদিকে বিপর্যয়, বন্যা আজ শাসকদের দরজাতেই প্রদর্শনী বসিয়েছে।
আমরা ক্লান্ত হয়ে অসহ্য হয়ে একসময় মেনে নেই।বিবর্তনবাদী এর একটা পোস্টে যেমন বলেছিলাম, আবেদন তৈরী করে নেই।
('আবেদন' তৈরী করে নিতে হয়। আমি ও তাই করি। বাসের লাইনে আধাঘন্টা দাঁড়িয়ে থেকে বা জ্যামে স্থবির হয়ে থেকেও কিছু না কিছু একটা আবেদন তৈরী করি। জানি না নিজের সাথে প্রতারণা হয় কিনা, তবে কিছুটা হলেও সহজ হয়ে দাঁড়ায় বাস্তবতা। আর কি করার আছে? )
এইভাবে নিজেদের সাথে প্রতারণা করতে করতে আমরা ক্লীব হই, তারপর একদিন ঘুম ভেঙ্গে অসহায় নিজেদের আবিস্কার করি, তারপর হাউকাউ করি কিছুদিন, তারপর আবার সব ভুলে ঘুমিয়ে পড়ি।
আমরা নির্বিকার ঔদাসিন্যে বয়ে নিয়ে যাই আমাদের।
(ছবিটি এই ব্লগেরই কোন এক পোস্ট থেকে সংগৃহীত, লিঙ্ক ভুলে গিয়েছি, পেলে দেব ।)
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৭