সাইন্স ফ্যাকাল্টির স্টুডেন্টদের জন্য একটি মহা সুখবর!! অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম পাওয়ার জেনারেশন বিষয়ে পড়াশোনা কবে শুরু হবে আমাদের দেশে? অবশেষে ঢা.বি তে শুরু হচ্ছে সেই কাঙ্খিত কোর্সটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে ‘নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ’ নামে একটি নতুন বিভাগের কার্যক্রম শুরু হয়েছে।
৫ মার্চ সিএন্ডডি কমিটির প্রথম সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। বিভাগে দেড় বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি কোর্স দেয়া হবে এবং ভবিষ্যতে ব্যাচেলর কোর্সও চালু হবে।’’
দেশের শক্তি সমস্যা সমাধানে পারমাণবিক শক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। বিশেষ করে, বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে সম্প্রতি রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে। এ পাওয়ার প্ল্যান্টের রক্ষণাবেক্ষণ, নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য দক্ষ ও উচ্চ শিক্ষিত নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার দরকার।’’
নিওক্লিয়ার এন্যার্জি সমন্ধে নতুনদের ধারনা দেওয়ার জন্য নিচের ভিডিও গুলো.
একটি নিওক্লিয়ার প্লান্ট পরিদর্শন
ৎ
বাংলাদেশে নিওক্লিয়ার এ্যানার্জি ::
২রা নভেম্বর ২০১১ তে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে বাংলাদেশে ১০০০ মেগা ওয়াট এর ২ টি প্লান্ট স্থাপনে তারা সহায়তা দিবে। ২০১২ সালে নির্মান কাজ শুরু হবে, আর ২০১৭ সাল আনুমানিক ৫ বছর লাগবে কাজটি শেষ হতে। এবং এটি স্থায়িত্ব কাল হবে ৬০ বছর যা আরো ২০ বছর বর্ধিত করা যাবে। আমি যতদুর জানি নারায়নগ্জের আশপাশে করার পরিকল্পনা চলছে।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৩