আমার এখনো য়েইটা মনে পড়ে সবচেয়ে বেশি, সেটি হচ্ছে....
আমাদের ছোট নদী...
ররীন্দ্রনাথ ঠাকুর (ভুলে গেলাম নাকি!)
আমাদের ছোট নদী, চলে বাকে বাকে-
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পাড় হয়ে যায় গরু, পাড় হয় গাড়ি-
দুই ধার উচু তার ঢালু তার পাড়ি-
চিক চিক করে বালু কোথা নাই কাদা-
দুই ধার কাশ বনে ফুলে ফুলে সাদা-
কিচির মিচির করে সেথা শালিখের ঝাক-
রাত্রিরে হেঁকে উঠে শেয়ালের হাঁক।
............................
আর মনে নেই।

আরেকটি কবিতা ভিশন মনে পড়ছে...
কাজলা দিদি....
লেখক:: যতীন্দ্র মোহন বাগচী
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ
মাগো আমার শোলক বালা কাজলা দিদি কৈ?
পুকুর পাড়ে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জ্বলে-
ফুলের গন্ধে ঘুম আসেনা, একলা জেগে রই-
এমন সময় মাগো আমার কাজলা দিদি কৈ?
অনেক গুলো শব্দ ভুল হতে পারে....১৮-২০ বছর আগে পড়া, মেধা তো আর অতটা ভালো নয়, এর পড়ও মনে আছে আল্লাহর কাছে লাখো শুকুর।

আমার প্রাইমারী স্কুল লাইফের এই দুটি কবিতাই সবচেয়ে ভালো লাগত পড়তে, এবং সারাক্ষন গুন গুন করতে....। আপনাদের এমন কোনো পছন্দের কবিতা আছে কি?
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১২ রাত ১২:০৪