উপরোক্ত কথাটি কে জীবনে শুনেন নি? বুকে হাত দিয়ে বলেন তো?

আমি যখন ছোট ছিলাম তখন আব্বুর কাছে এই কথাটি বেশি শুনতে হত। উনার কথা যখন শুনতাম না তখনই এই গানটি উনার গলা দিয়ে বেড় হয়ে আসত "তোমাকে দিয়ে কিচ্ছু হবেনা"

আপনাকে কে বেশি এই কথাটি শোনাত, মা-বাবা না বড় ভাই না অন্য কেউ------
চলুন রবির বানানো সম্প্রতি অসাধারন বাস্তবধর্মী ভিডিও টি দেখে আসি.....

কোনো কিছু করতে গেলে আমার চারিপাশে অনেকে বলতো....
দেন ফাইনালি এখন নিজেকে ভাবি...ঠিক এই ছবিটির মতন...
এই শব্দটিকে এখন স্পেল করি এই ভাবে
IMPOSSIBLE নো-
..ইটস...POSSIBLE

আমরা আমাদের চারিপার্শ্বের ঐ সকল মানুষ গুলোকে দেখিয়ে দেব...আমরাই পারি।...কি বলেন?
ও হ্যা এমন কোন ব্যাক্তির অনুপ্রেরণা আপনার জীবনে নিয়ামক হিসেবে কাজ করেছে কিনা, জানাবেন আশা করি।.....গুড নাইট।
