ইসলাম ধর্ম -- সবার উপরে আল্লাহ।
ক্রিশ্চান ধর্ম -- সবার উপরে গড।
সনাতন হিন্দু ধর্ম -- ঈশ্বর সবার মধ্যে বিদ্যমান।
ইসলাম ধর্ম -- ইসলাম অনুসরণ করুন,তাহলেই আপনি জান্নাতে পৌঁছাতে পারবেন।
ক্রিশ্চান ধর্ম -- যিশুখ্রিষ্ট কে বিশ্বাস করুন, তাহলেই আপনি হ্যাভেন পৌঁছাতে পারবেন।
সনাতন হিন্দু ধর্ম -- ভক্তি নিয়ে যে কোন পথ অনুসরণ করুন, আপনি পরম সত্য এ পৌঁছাতে পারবেন।
ইসলাম ধর্ম -- অবিশ্বাসীরা হল কাফির।
ক্রিশ্চান ধর্ম -- অবিশ্বাসীরা হল বর্বর।
সনাতন হিন্দু ধর্ম -- সবাই এক, সবাই আপনার নিজের,পৃথিবী এক বড় পরিবার,সবাই আপনার আপনজন।
ইসলাম ধর্ম -- আল্লাহ্ ব্যাতিত কোন মাবুদ নাই. মুহাম্মদ আল্লাহর রসূল।
ক্রিশ্চান ধর্ম -- যিশু একমাত্র ঈশ্বর-পুত্র।
সনাতন হিন্দু ধর্ম -- ভগবান নানা অবতারে প্রকট হন। যখনই মন্দতা বাড়বে এবং যখনই মানবতার পতন হবে,তখন ঈশ্বর পৃথিবীতে নেমে আসবেন। ধার্মিকদের রক্ষা করা এবং মন্দতাকে ধ্বংস করার জন্য, ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন।
ইসলাম ধর্ম -- আল্লাহ এক ও অদ্বিতীয়।
ক্রিশ্চান ধর্ম -- ঈশ্বর এক ও অদ্বিতীয় ।
সনাতন হিন্দু ধর্ম -- ভগবান এক, কিন্তু তার প্রকাশ অসীম হয়।
ইসলাম ধর্ম -- কুরআন একমাত্র সত্য গ্রন্থ।
ক্রিশ্চান ধর্ম -- বাইবেল একমাত্র সত্য গ্রন্থ।
সনাতন হিন্দু ধর্ম -- সত্য সবসময় এক, কিন্তু জ্ঞানী অনেকভাবে ব্যাখ্যা দেন সহজবোধ্য হবার জন্য।
ইসলাম ধর্ম -- মানবজাতি তার পথভ্রষ্ট হয়েছে।
ক্রিশ্চান ধর্ম -- প্রত্যেক মানুষ জন্মগত ভাবে পাপী।
সনাতন হিন্দু ধর্ম -- প্রত্যেক জীবে ভগবান বিরাজ করেন।
ইসলাম ধর্ম -- একটাই জীবন, এক জগৎ, এক আল্লাহ এবং মুক্তির জন্য এটাই একমাত্র সময়।
ক্রিশ্চান ধর্ম -- এক জীবন, এক জগৎ এবং প্রায়শ্চিত্ত একমাত্র পথ।
সনাতন হিন্দু ধর্ম -- জন্ম অসংখ্য, মহাবিশ্ব অসংখ্য, আপনার মোক্ষ লাভ করার অসংখ্য সুযোগ আছে।
এতক্ষণ আমার পার্থক্যগুলো দেখলাম, এবার আমরা মিলগুলো দেখবো।
ইসলাম ধর্ম -- ভালোবাসো সবাইকে।
ক্রিশ্চান ধর্ম -- ভালোবাসো প্রতিবেশীকে।
সনাতন হিন্দু ধর্ম -- ভালোবাসো জগতের সকল জীবকে।
ইসলাম ধর্ম -- যদি আপনার হৃদয়ে প্রেম থাকে তবে কেউ আপনাকে জান্নাতে পৌঁছতে বাধা দিতে পারবে না।
ক্রিশ্চান ধর্ম -- ভালোবাসাই পারে আপনার আত্মাকে শুদ্ধ করতে।
সনাতন হিন্দু ধর্ম -- প্রেমই ঈশ্বর।
হায়, আমরা শুধু পার্থক্যগুলোই দেখি। আমরা কেবল বাইরের দিকটাই দেখি,প্রতিটি ধর্মের মূলকথাই হল প্রেম। আসুন আমরা আমাদের পার্থক্যগুলি দূরে সরিয়ে রেখে একত্রিত হয় এবং সকল ধর্মের সারকথা- ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে দিই।
তথ্যসূত্রঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২২