পথ-চাওয়া
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে -----
খুশি রই আপন মনে, বাতাস বহে সুমন্দ ।।
সারা দিন আঁখি মেলে দুয়ারে রব একা।
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।
ততখন ক্ষনে ক্ষনে হাসি গাই মনে মনে ,
ততখন রহি রহি ভেসে ভেসে সুগন্ধ।
আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
----------------------------------------------------------------------------------
প্রথমবারের মতো কিছু একটা লিখছি। কি লিখবো , প্রথমে বুঝতে পারছিলাম না। তাই রবীন্দ্রনাথের লেখা দিয়েই শুরু করলাম।