"আমি শুধু চেয়েছি তোমায়", আমাদের ছিঃনেমা এবং কিছু অপ্রিয় কথা
বিঃ দ্রঃ আপনি যদি নিজেকে অতিমাত্রায় দেশ প্রেমিক মনে করেন (তথা ফ্যাসিস্ট) তাহলে এই পোস্ট আপনার পড়ার কোন প্রয়োজন নেই
কোন এক ভদ্রলোক একবার বলেছিলেন আমরা জাতিগতভাবেই নাকি এক্ট করার চেয়ে রিএক্ট করতে বেশি ভালবাসি...কথাটা আসলে ষোলানাই সত্য...কেন তা পরে বলছি!
শুভশ্রী গাঙ্গুলী আর অঙ্কুশ অভিনীত যৌথ প্রযোজনার ছবি "আমি শুধু চেয়েছি তোমায়" নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হইচই! আচ্ছা! কেন হইচই? এই ছবি নাকি যৌথ প্রযোজনার ব্যানারে আসলে টালিগঞ্জের ছবি, এপারের নাম নাকি এমনেই আছে! আচ্ছা! আসলেই চিন্তার বিষয়! এ ব্যাপারে পরে কথা বলি! এখন একটু অন্য কথায় যাই...
আমাদের সিনেমাপাড়ার লোকদের মুখে একটা অভিযোগ প্রায়ই শুনতে হয়, আমরা সাধারণ দর্শকরা নাকি হল বিমুখ হয়ে গেছি! এটা কি আসলেই সত্য??? সিনেপ্লেক্সে যখন ম্যান অফ স্টিল আসে তখন তার টিকেট আমি প্রথম ৩ সপ্তাহেও পাই নি! ২০০৫ সালে চলচ্চিত্রের মহা দুর্যোগের ভেতরেও THE GLADIATOR মুভিটা যখন দেখতে যাই সিনেপ্লেক্সে, তখনো ছিল উপচে পড়া ভিড়...ফলাফল কি??? আসলে আমরা সাধারণ দর্শকরা কখোনই হল বিমুখ হই নি! সবসময়ই আমরা চাতক পাখির মত চেয়ে থাকি কখন আবার ভাল ছবি আসবে...এর প্রমাণ মিলে নামেমাত্র যেগুলোকে আমরা ভাল ছবি বলি কিংবা পোস্টার, গান আর মার্কেটিং ভাল হলেই আমরা ওই ছবিগুলো দেখতে সিনামা হলে ভিড় করি!!! আসলেই কি সেগুলো মানসম্মত ছবি???
গত কয়েক বছরের ছবিগুলোর রিভিউ করলে দেখা যাবে যে 'মনপুরা' আর 'চোরাবালি' ছবি দুটো ছিল দর্শকে আগ্রহের কেন্দ্রবুিন্দুতে। কিন্তু ছবি দুটোতে ছিল কি? আমরা আসলে সত্যকে খুব ভয় পাই! স্বীকার করতে চাই না! 'মনপুরা' ছবিটির সিনেমাটোগ্রাফি বেশ ভাল ছিল, গানগুলোও দারুণ ছিল, নিঃসন্দেহে তা বাদে পুরা ছবিতে আর কিছু ছিল না...ছবির প্রাণ বলতে বোঝায় যে স্ক্রিপ্টকে তাই ছিল নড়বড়ে...তারপরেও আমরা সেটাকে গলধোঃকরণ করি! কেন? কারণ আমাদের খাওয়ার জিনিসের খুব অভাব!!! যাই হোক এবার তাকাই 'চোরাবালির' দিকে, এ ছবির চিত্রনাট্য ছিল আরও ভয়ংকর রকমের বাজে, কলকাতা থেকে একটা অভিনেতা ধরে এনেই পরিচালক কাজ শেষ করে দিতে চেয়েছেন!!! এই হল আমাদের ফিল্মের অবস্থা! আর ইদানিংকালে আরেফিন শুভের যেসব ছবি মুক্তি পাচ্ছে সেগুলো আসলে কি বলব, কিসের কাতারে ফেলা যায় জানি না!!!!
এর মানে কি??? আমাদের কি ভাল ছবি কখনোই তৈরি হয় নি? অবশ্যই তৈরি হয়েছে!!! আমার জীবনের দেখা একটা সেরা ছবি হল "দীপু নাম্বার টু", সম্ভবত মৌলিক স্ক্রিপ্টের দেখা শেষ ভাল এ দেশীয় ছবি এটা! স্ক্রিপ্ট ভাল হলে ছবি যে কতটা ভাল হতে পারে তার প্রমাণ এই ছবিটি। একটা সময় ছিল যখন এ দেশের ছবির রিমেক হত কলকাতায়! 'বেদের মেয়ে জোসনা' ছবিটির রিমেক কলকাতায় তৈরি হয়েছে, এরকম হাজারো ছবির রিমেক তৈরি হয়েছে ওপারে। কিন্তু এখন? ওদের দেব বাবুর জাঙ্গিয়ার স্টাইল দেখে আমাদের খান সাহেব জাঙ্গিয়া পরিধান করেন মুভিতে! জলিল সাহেবের নিজের স্বকীয়তা আছে তবে ঐটা অন্য লেভেলের!!!
এদেশের সিনেমাশিল্পকে আমরা সাধারণ দর্শকরা যথেষ্ট সাপোর্ট দিয়েছি! একটা ভাল ছবি এলেই আমরা সবাই মিলে হলে দেখতে যাবার চেষ্টা করি! মনে পড়ে, 'মোল্লা বাড়ীর বউ' দেখতে সবাই মিলে সবচেয়ে বড় সিনেমা হল যশোরের মনিহারে গিয়েছিলাম!!! কিন্তু প্রতিদানে কি পাচ্ছি???? বছরের পর বছর ধরে বস্তা পচা ছবি যা কিনা পাতেই দেয়া যায় না! অদ্ভুদ! কিছু পরিচালক আছেন শুধু নামকাওয়াস্তে পুরস্কার পাবার জন্য ছবি বানাচ্ছেন আর ডায়ালগ ছাড়ছেন এ ছবি এদেশের মানুষ বোঝে না..আর পরে বউ নিয়ে গোয়াতে যান হাতুড়ে পুরস্কার আনতে!
আচ্ছা, এবার আসি ইন্ডিয়ান বাংলা ছবি ইস্যুতে! একটা কথা বলে রাখি, আমি একজন কট্টর ভারত বিদ্বেষী লোক আর বিশ্বাস করি ইন্ডিয়া বা পাকিস্তান কেউই আমাদের বন্ধু না! আচ্ছা, এখন একটা কথা, ইন্ডিয়ান বাংলা ছবি এদেশে চালাতে আমার কোন দ্বিমত নাই-চালানোই যাতে পারে। অনেকে বলেন ওদের এত বড় ইন্ডাস্ট্রির সাথে আমরা টিকে থাকতে পারব না...ব্লাহ ব্লাহ! ভাই থামেন! চাইনার ইন্ডাস্ট্রির সাথে সমানে লড়াই করে দক্ষিণ কোরিয়ার ছবিগুলো টিকে আছে! আকারে, সম্পদে হাজারগুণে বড় হলেও দক্ষিন কোরিয়ার ছবির ধারে কাছেও যেতে পারে না চীনের ছবিগুলো! মোরাল অফ দ্যা স্টোরিঃ সাইজ ডাজন্ট ম্যাটার!!!
এখন আসি, কেন আমি ভারতীয় ছবি চালানোর পক্ষে! আমাকে ভুল বুঝবেন না! আমাদের সিনেমা শিল্পের কোন কিছুর অভাব নেই! না আছে দর্শকের অভাব না লগ্নি কারকের অভাব! সিনেমা হলের অভাব আছে কিন্তু সেটার জন্য মানহীন সিনেমাগুলোই দায়ী! বছরের পর বছর ধরে কোন ধরণের প্রতিযোগীতার সম্মুখীন না হওয়াতে সিনেমা পাড়ার ছাগলগুলো যা বানিয়েছি সাধারণ দর্শকদের তাই খাওয়া লেগেছে! আমাদের চেয়ে বিশ্বাস না হলে চেক করে দেখুন, আফগানিস্তান ভাল ছবি বানায়!!!! আসলে আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্টির লোকজনের একটু ধাক্কার প্রয়োজন...বলতে পারেন প্রলয়ের দরকার!!! নিঃসন্দেহতীতভাবে ওপারে অনেক ভাল ভাল ছবি তৈরি হয় আর ওদেক চিত্রনাট্য ও ভাল হয় (অবশ্যই দেব বাবু আর জিত বাবুদের ছবিগুলো গোনার বাইরে)...!!! ওপারের ছবি চালাতে হবে তার মানে এই না যে আমরা 'গান্ধু' চালাব!!! ভাল ছবি আছে এবং তা যখন চালান হবে তখন লোকে স্রোতের মত দেখতে যাবে ছবিগুলো!!!! আর শুধুমাত্র মাতালদের জন্য ছবি বানায় আমাদের যে ভদ্রলোকেরা তাদের টনক নড়বে যে এবার আমাদের বদলাতে হবে!!! তা বাদে এদের মানুষ হবার কোন লক্ষণ নেই!!!!!
'আমি শুধু চেয়েছি তোমায়' এই ছবিটায় নাকি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে যথাযথ সম্মান প্রদর্শন করা হয় নি! বলি, আমাদের সিনেমা পাড়ার প্রোডাক্টগুলোকি নিজেদের নামের প্রতি কখনো সুবিচার করতে পেরেছে নিজেরা??? এত এত সুবিধা, ফাঁকা বাজার পেয়ে কি করেছে এরা???? ময়ূরী, পলি, আর শাহানাদের উপহার দিয়েছে! সেদিন তো দেখি এক সিনেমার পোস্টারে 'জিদ্দি পুলিশে' সানি লিওনের ছবি সেটে রেখেছে...!!!!! এরাই আবার এই শিল্প রক্ষায় ভারতীয় ছবির আমদানি করার প্রতিবাদ করে!!! আপনাদের তো কখনো অশ্লীল সিনেমার পোস্টার এর বিরুদ্ধের মানববন্ধন করতে দেখি না, খালি বাইরের ছবি ইস্যুতে করেন!!!! টু পাই পান নাকি????
হ্যা, আমিও জানি ভারতীয় ছবি আমদানি করলেই রাতারাতি এদেশের ফিল্ম পাড়ার চেহারা বদলে যাবে না আর এর সাথে লেগে থাকে কিছু মানুষের রুটি রুজি সংস্থান হুমকির মুখে পড়বে...তবুও কিছু বৃহত্তর স্বার্থের আশায় মাঝে মাঝে যেমন ক্ষুদ্রতর স্বার্থকে বির্সজন দিতে হয় তেমনি আমাদেরকে এই ত্যাগটুকু স্বীকার করতে হবে...আর আমাদের সিনেমা পাড়ায় আরেমজির মত এত লোকও কাজ করে না যা কিনা আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলবে, খুব কর্কশ হলেও এটাই সত্য কথা...!!!!!
আমরা সবসময়ই আমাদের সিনেমাগুলোর পক্ষে ভারতীয় সিনেমাগুলোর বিষেদ্গার করি! কিন্তু একবারও কি নিজেদের অবস্থানটাকে বিচার করে দেখেছি???? একবারো কি চিন্তা করেছি যে আমাদের সিনেমা কোথায় নেমে গেছে যে যৌথ চলচ্চিত্রের সিনেমায়ও আমাদের ক্রেডিট দিতে চায় না মানুষ! ইন্ডিয়ানরা খারাপ তাতে সন্দেহ নাই! কিন্তু আমাদের অবস্থাটাওতো আমাদের বিচার করতে হবে! তাই 'আমি শুধু চেয়েছি তোমায়' এর মুক্তির স্বপক্ষে কথা না বললেও যারা এটার মুক্তির বিপক্ষে কথা বলে তাদের কে বলতে চাই, এ দেশের আপামর সাধারণ সিনেমাপ্রিয় মানুষগুলো কি কিছু ডিজার্ভ করে না???? নাকি এরা সবসময়ই অখাদ্য খেয়ে যাবে???
সবাই ভাল থাকবেন!!!!! কমেন্টে মতামত জানাবেন...
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন