আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েন নি যে আপনি একটি ইংরেজি বাক্য তৈরী করছেন কিন্তু আপনার বাক্যটির কিছু অংশ নিয়ে কনফিউশন কাজ করছে...
যেমন ধরুণ ,"SAMU rises some issues on this topic"
এখন মনে করুন যে আপনার হঠাত মাথায় আসল Rieses এর জায়গায় Raises হবে না তো???
এরকম সমস্যায় আমি নিজেও বেশ কয়েকবার পড়েছিলাম...
আপনি আপনার এসব সমস্যার দারুণ সমাধাণ পাবেন TextRanch ওয়েবসাইটে
সাইটটিতে ঢুকলে দেখতে পাবেন তিনটি ফাঁকা বক্স আছে। আপনি আপনার দ্বিধাগ্রস্ত বাক্যযুগলের একটি দিবেন এক বক্সে এবং আরেকটি দিবেন নিচের বক্সে ...
বুঝানোর জন্য আমি rises some issues কে প্রথম ঘরে আর raises some issues কে দ্বিতীয় ঘরে দিলাম...আর compare বাটনে চাপ দিলাম।।
কয়েক সেকেন্ড পর আমরা দেখতে পাব যে ডান পাশে rises some issues আর raises some issues এর hits গুলো দেখা যাচ্ছে। আমরা দেখতে পাব
যে প্রথমটির হিট মাত্র ১৮ আর পরেরটির হিট ৫২৪০!!! সুতরাং বুঝতে পারছেন যে প্রথমে লিখতে যাচ্ছিলেন যেটা সেটা ভুল ছিল, আপনার পরের অনুমানটিই সঠিক...
বাক্যের ভেতর বিভিন্ন ব্যবহার আছে যা সব সময় Grammar দিয়ে বোঝা যায় না যে কোনটা ঠিক আর কোনটা ভুল...এরকম ক্ষেত্রে TextRanch এর কোন জুড়ি নেই!!!
জেনে নিন TextRanch সর্ম্পকে আর কিছু তথ্যঃ
১. TextRanch এর যেকোন বক্সে আপনি সর্বোচ্চ তিনটি words বসাতে পারবেন, অন্যথায় সঠিক ফলাফল পাবেন না
২. Hit ফলাফল কাছাকাছি হলে বুঝতে হবে যে দুটোরই ব্যবহার আছে, আর যদি পার্থক্য খুব বেশী হয় তাহলে বুঝতে হবে যেটার হিট কম সেটা ভুল অর্থাৎ যেকোনটির হিট না থাকলে বুঝতে হবে এটার ব্যবহার নাই
৩. আপনি চাইলে তিনটি বক্সও compare করতে পারেন
৪. Google যেসব sentence related সমস্যার সমাধান পাবেন না, তা TextRanch পাবেন!!!
আর নয় দেরী, একটিক্ষণও যাবে না দ্বিধান্বিত হয়ে...
P.S: যদি ভাল লেগে থাকে তাহলে আজই অন্যকে জানান