এখন আমার মন খারাপের দিন,
অন্ধকারে হাহুতাশের দিন,
রাতদুপুরে একলা বসে তোমায় ভাবার দিন৷
অট্টালিকার চূড়ায় বসে, গড্ডলিকা প্রবাহে আবার,
গা ভাসানোর দিন, এখন আবার তোমায় চাওয়ার দিন৷
গলির মোড়েতে চায়ের কাপেতে,
তোমার চর্চা তোমার কথাতে,
ঝড় উঠানোর দিন৷
এখন শুধু তোমায় চাওয়ার দিন৷
ব্যস্ত শহরে ক্লান্ত দুপুরে,
সুস্থ আবার শরীর অসাড়ে,
হাজার ভিড়ে ঘেরা জনতায়,
পুড়ে যাই আমি তুমিহীনতায়৷
এখন তোমায় মনে পড়বার দিন, এখন আমার পুড়ে মরবার দিন!
এখন তোমায় খুঁজে বেড়ানোর রাত,
আঁখিজুড়ে গভীর জলপ্রপাত৷
রাত্রিদিবস বেদনা বিভোর,
ভোর হয় রাত, রাত হয় ভোর,
অঝোড় ধারাতে বুক ভেসে যায়,
ভেঙে যাই আমি তুমিহীনতায়!
এখন তোমায় মনে পড়বার রাত, এখন আমার ভেঙে পড়বার রাত!