somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

ক্লান্ত আমি! জীর্ণ এ মৃতপ্রায় সত্বাকে জিইয়ে রাখতে রাখতে ক্লান্ত আমি!

আমার পরিসংখ্যান

অন্তহীন অরণ্য
quote icon
অতি তুচ্ছ, সাধারণ একজন মানুষ।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

নির্ভীক

লিখেছেন অন্তহীন অরণ্য, ২৮ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৩

আগুনে পুড়েছি যতবার
ততবার ছুটে গেছি শীতলস্নানে তৃপ্ত হতে৷
ভয় পেয়েও গুটিয়ে নেইনি হৃদয়
ভালোবাসলে নাকি ভয় পেতে হয়, সময় অসময়।

জলরঙে আঁকা রক্তস্রোতে
ভিজেছে চোয়াল বুক,
বারবার তবু ছুটে গেছি আমি
তোমায় দিতে সুখ।

তোমায় আগলে বাঁচতে চেয়েছি তবু নিরন্তর
ভালোবাসলে ভয় হয় না পুড়লেও অন্তর! বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     like!

মন খারাপের দিন-রাত

লিখেছেন অন্তহীন অরণ্য, ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৭

এখন আমার মন খারাপের দিন,
অন্ধকারে হাহুতাশের দিন,
রাতদুপুরে একলা বসে তোমায় ভাবার দিন৷
অট্টালিকার চূড়ায় বসে, গড্ডলিকা প্রবাহে আবার,
গা ভাসানোর দিন, এখন আবার তোমায় চাওয়ার দিন৷
গলির মোড়েতে চায়ের কাপেতে,
তোমার চর্চা তোমার কথাতে,
ঝড় উঠানোর দিন৷
এখন শুধু তোমায় চাওয়ার দিন৷

ব্যস্ত শহরে ক্লান্ত দুপুরে,
সুস্থ আবার শরীর অসাড়ে,
হাজার... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৬৯ বার পঠিত     like!

সন্ধ্যে নামার আগে

লিখেছেন অন্তহীন অরণ্য, ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

ওপাশের সূর্যটা অস্তগামী,
আকাশের লালিমা ছুয়ে ডুবে যাচ্ছে অবলীলায়৷
সন্ধ্যে নামার আগে, আলোটা ঠিক এমনি করেই হারিয়ে যায়!
কিছু জীবনের আলো তেমনি নিভে যায়, সবার অলক্ষ্যে,
কেউ দেখেনা৷
অথচ ওরা যাকে আলো ভেবে পিছু নিয়েছিল,
মেঘের পেছনে একটুকরো লাল সূর্য ভেবে ধাওয়া করেছিল,
সে তো আঁধার বৈ কিছু ছিল না।

আকাশের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৬৫ বার পঠিত     like!

আমায় যদি না ডাকো

লিখেছেন অন্তহীন অরণ্য, ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

আমায় যদি না ডাকো,
কাকভোরের অলস ঘুম কে ভাঙাবে?
দিনের বেলা গড়িয়ে দুপুর, বাজিয়ে ওই পায়ের নুপুর,
ঘুমক্লান্ত একলা সময় কে জড়াবে?
অস্থিরতার প্রবল চাপে, যখন তোমার হৃদয় কাঁপে,
কান্না আসে দুচোখ ভেঙে,
তোমার গালে আঙ্গুল বল কে ছোঁয়াবে?

আমায় যদি না ডাকো,
সন্ধ্যেজোনাক আলোর মিছিল কে দেখাবে?
রাতবিরেতে তারার আকাশ, বাঁধনহারা দখিণ বাতাস,
তোমায় ছুঁয়ে স্বপ্নদেশে কে হারাবে?
আধেক গাওয়া... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৮৯ বার পঠিত     like!

অভিমান

লিখেছেন অন্তহীন অরণ্য, ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫১

সত্যি,তোমার উপর মাঝে মাঝে বড্ড অভিমান হয়।
হিসেব করে দুটো মাত্র কদম এনেছিলাম তোমায় দেবো বলে,
দোকানে সাজানো লাল গোলাপের সাথে যে তোমার প্রণয় হবে ভাবিনি।

ভেবেছিলাম শুভ্রতায় মোড়াবো তোমাকে,
মেঘ নীলের তোয়ালে জড়িয়ে আপন করবো।
তুমি যে চাঁদের আলো ভালোবাসো তা তো আমাকে বলোনি,
বলোনি যে রঙধনুর সাতরং এর আবেশ তোমাকে মুগ্ধ করে!... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     like!

বৈরীতা

লিখেছেন অন্তহীন অরণ্য, ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:৪৩

এদিকে জোৎস্ন্যার ছায়া হাসেনা,
শিউলির শুভ্রতা বিছানো ঘাসে সকাল আসেনা৷
ওদিকে সকাল আসে, জোৎস্ন্যা হাসে,
পাখিদের ডানামেলা আকাশে সূর্যের লাল ভাসে৷
ওপারে মৃদুমন্দ হাওয়ায় দোল খায় সময়,
এক চিলতে রোদ্দুরে আলো এসে ছেয়ে রয়।
এপারে বিষণ্ণ সুখ দানা বাঁধে, তপ্ত দাহে,
বাতাসের শীষে স্তব্ধ সময় ব্যথার গান গাহে৷
এখানে রাতেরা... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     like!

প্রেমহীনতা

লিখেছেন অন্তহীন অরণ্য, ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৩১

একটা প্রেমহীন পৃথিবীতে বেঁচে আছি,
আলোর আস্ফালনে আঁধারচাপা কান্না গায়ে দিয়ে বেঁচে আছি।
যা কিছু প্রেমময় এ পৃথিবীতে, তা আমার নয়।

বোবা পাথরের মত নিশ্চুপ অভিব্যক্তি আমার,
রন্ধ্রে রন্ধ্রে ঘৃণার উপঢৌকন।
সংসারের তাবত প্রেমের প্রতি ঘৃণা আমার,
ঘৃণা নিয়ে বাঁচি।
হাজার ফুলের পরাগমাখা ভালোবাসা আমার জন্য নয়,
ওসব আমার কান্নাজলে আঁকা নয়।
আমি তাই ভালোবাসি, যা নিয়ে বাঁচি।
কান্না... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৩৪ বার পঠিত     like!

মৃত্যুশীতল ভালোবাসা

লিখেছেন অন্তহীন অরণ্য, ২৫ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০০

যারে নিয়ে আমার মনের দিগন্তজুড়ে
বিস্তৃত অবারিত প্রশস্ত ভালোবাসার পাহাড়চূড়া,
তারে মনে পড়ে আজ সকাল বিকাল সন্ধ্যারাত।
সারাবেলা যার ডাকে মুখরিত হত এই হৃদয়াঙ্গন,
সেইখানে আজ মস্ত ভাঙ্গন।

অসহনীয় সময়ের বেলা বয়ে যায়,
যেন সময় ঘনিয়ে আসে সন্নিকটে, কালো মৃত্যুস্পর্শের।
ঘড়ির কাটার টিকটিক একটানা বেজেই চলেছে,
অনন্তকাল ধরে।
একজোড়া পায়ের নুপুরের ধ্বনি শোনার আকুলতা,
তৃষ্ণার্ত মৃত্যুপথযাত্রীর আকুলতার চেয়ে কম... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৭০ বার পঠিত     like!

আগুনরঙা শখ

লিখেছেন অন্তহীন অরণ্য, ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৩

চোখের জলের একটা রঙ আছে, জানো?
ওটাকে আমি আগুনরঙ বলি।
সেসব ছাড়ো, তুমি বুঝবেনা।
তোমার কী দায় আগুনের কাছে যাওয়ার!

আগুন তোমায় ঝলসে দেবে, তোমার রুপালী শরীর পুড়িয়ে দেবে।
তোমার যা আছে লুট করে নেবে সব, গ্রাস করে নেবে চিরতরে।
তোমার কী দায় বলো আগুনে পোড়ার!

কখনো আমার চোখে তাকিয়েছ?
ভুলেও তাকিও না।
মনের ভুলে যে আগুনের সূত্রপাত, চোখ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৬১ বার পঠিত     like!

সমুদ্র

লিখেছেন অন্তহীন অরণ্য, ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৪

হৃদয়ের সব ভালোবাসা নিংড়ে দিয়েছিলাম তোমায়।
কিন্তু তুমি তা রাখলে কই?
বিধাতার কাছে প্রার্থনা করো,
পরের জন্মে যেন সমুদ্র হই। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     like!

ভয় নেই নীলাদ্রি

লিখেছেন অন্তহীন অরণ্য, ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৬


কতদিন আর ভুগব,অন্ধকারে আলো হাতড়ে মৃতের মতোন ধুকব!
জীবন্মৃতের বন্ধুত্বকে অস্বীকার করব,কতদিন?

এখনও নিজের ছায়া দেখতে পাই।
মানুষ মরে গেলে কি মানুষের ছায়াও মরে যায়?
কতদিন দেখব আর?
সেই একখানা কালো বিষাদময় ঠান্ডা শীতল ছায়া পেছন পেছন ঘুরঘুর করে,
অস্তিত্বকে সঙ্গ দেয় আর একাকীত্বকে ভোগায়।

কতদিন স্বপ্ন দেখব?
রসিকতার বাহানায় তোমায় ছুয়ে দিই,আবার আলতো করে চুলে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     like!

আবার এসো কাল বিকেলে

লিখেছেন অন্তহীন অরণ্য, ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

আজকে নাহয় হারিয়ে গেলে,
আবার এসো কাল বিকেলে।
হিমেল হাওয়া বইয়ে দেব,
ফুলের সুবাস ছড়িয়ে দেব,
কৃষ্ণচূড়া বিছিয়ে দেব,
তুমি এলে।

বিচ্ছিরি মেঘ তাড়িয়ে দেব,
মিষ্টি রোদের ডাক পাঠাবো,
শুদ্ধশ্যামল কাশফুলেতে ঢেউ খেলাবো,
তুমি এলে।
তুমি আবার এসো কাল বিকেলে।

রামধনুতে রঙ খেলাবো,
রঙের মায়ায় ভাসিয়ে দেবো,
পৃথিবীটাই রাঙিয়ে দেবো,
তুমি এলে।

আজকে নাহয় চলেই গেলে,
তুমি আবার এসো কাল বিকেলে। বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৬৪ বার পঠিত     like!

নির্লিপ্ত রূপকথা

লিখেছেন অন্তহীন অরণ্য, ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫

সংক্ষিপ্ত প্রয়োজনে
অপার্থিব বিলাসিতার
ব্যঙ্গাত্মক হাসিতে
ঝড়ে পরা অবজ্ঞাকে
কুড়িয়ে তুলে
সাজিয়ে রাখি হৃদয়ের এক কোণে।।

নির্লিপ্ত ঠোঁটজোড়া স্পর্শ করে
চোখের পানি আড়াল করে,
অসহায় আত্মসমর্পণ বাস্তবতার কারাগারে।

ভঙ্গুর জীবনযাত্রায়
কষ্টের এত আয়োজনে
স্বপ্ন দেখি তবু ; রঙিন সব স্বপ্ন।

সেসব স্বপ্ন আমি নিজে সাজাই,
সেসব স্বপ্নে আমি রাজা।
আমার স্বপ্নরাজ্য একটা রূপকথার জগত,
নির্লিপ্ত রূপকথা। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     like!

বেহিসেবী অভিমান

লিখেছেন অন্তহীন অরণ্য, ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৪

এই দুর্দিনে আমায় একদিন ডেকো,
নরম হাতের স্পর্শ দিয়ে আগলে আমায় রেখো।
এতটা সময় অভিমানে ব্যয় না করলেও পারতে।
প্রিয় তুমি আরেকটু হিসেবী হলেও তো পারতে!

কষ্টেসৃষ্টে জীবন আমার জলেই গেল ভেসে,
তবু তুমি প্রিয় আমায় ডাকলে নাকো এসে।
আজ যখনই হাতে আমার অন্য কারো হাত,
তোমার অনল-প্রেমের সাক্ষী অন্য কারো রাত।
অচীন কারো প্রেমে মগ্ন আমরা... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৮৩ বার পঠিত     like!

ঈশ্বরী

লিখেছেন অন্তহীন অরণ্য, ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৩

তোমার এক ইশারায়
চন্দ্র-সূর্য গ্রহ-নক্ষত্র,
সব তাদের স্বাভাবিক নিয়মের বিপরীতে চলে যায়।
তুমি চাইলে ঝড় ওঠে, লণ্ডভণ্ড করে দেয় চারদিক,
আবার তোমার ইচ্ছাতেই
গ্রহাণুপুঞ্জ তাদের গতিপথ পালটে নেয়।

তুমি চেয়েছো বলেই বৃষ্টি হয়ে ঝড়ে গেছে কত মেঘ,
কত পাখি উড়ে বেড়িয়েছে আকাশে অবান্তর।
রঙ্ধনু পেয়েছে সাতরঙ,
সবুজে ছেয়ে গেছে গাছপালা প্রান্তর।

তুমি চেয়েছো তাই কত নদী গেছে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৭৯০৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ