আমায় যদি না ডাকো,
কাকভোরের অলস ঘুম কে ভাঙাবে?
দিনের বেলা গড়িয়ে দুপুর, বাজিয়ে ওই পায়ের নুপুর,
ঘুমক্লান্ত একলা সময় কে জড়াবে?
অস্থিরতার প্রবল চাপে, যখন তোমার হৃদয় কাঁপে,
কান্না আসে দুচোখ ভেঙে,
তোমার গালে আঙ্গুল বল কে ছোঁয়াবে?
আমায় যদি না ডাকো,
সন্ধ্যেজোনাক আলোর মিছিল কে দেখাবে?
রাতবিরেতে তারার আকাশ, বাঁধনহারা দখিণ বাতাস,
তোমায় ছুঁয়ে স্বপ্নদেশে কে হারাবে?
আধেক গাওয়া গানের সুরে, হয়তো কাছে কিংবা দূরে
অন্তরাটায় গলা আবার কে মেলাবে?
আমায় যদি না ডাকো,
কেমন করে দিন কাটাবে রাত কাটাবে?
ডাকলে না তো? তবে নাহয়-
ভুলেই যেও যত্ন করে , খোজ নিওনা রাত প্রহরে ।
স্মৃতিগুলো কবর দিয়ে, আমায় একটু খবর দিয়ে,
হারিয়ে যেও দিব্যি তুমি দূরশহরে, কে ফেরাবে?