এদিকে জোৎস্ন্যার ছায়া হাসেনা,
শিউলির শুভ্রতা বিছানো ঘাসে সকাল আসেনা৷
ওদিকে সকাল আসে, জোৎস্ন্যা হাসে,
পাখিদের ডানামেলা আকাশে সূর্যের লাল ভাসে৷
ওপারে মৃদুমন্দ হাওয়ায় দোল খায় সময়,
এক চিলতে রোদ্দুরে আলো এসে ছেয়ে রয়।
এপারে বিষণ্ণ সুখ দানা বাঁধে, তপ্ত দাহে,
বাতাসের শীষে স্তব্ধ সময় ব্যথার গান গাহে৷
এখানে রাতেরা নীরব, একটু বৈরী,
শবদাহের নিস্তব্ধতা সদা তৈরী।
ওখানে পূর্নিমা ভাসে, রাতের আকাশে,
উৎসবের আয়োজনে সব, নয় কিছু ফ্যাকাশে৷
অথচ এপারে বৃষ্টি নামে, জল জমে;
ওপারে খররৌদ্রে শুষ্ক আকাশ।
নেই মেঘ, বৃষ্টি নামার নেই অবকাশ!