একটা প্রেমহীন পৃথিবীতে বেঁচে আছি,
আলোর আস্ফালনে আঁধারচাপা কান্না গায়ে দিয়ে বেঁচে আছি।
যা কিছু প্রেমময় এ পৃথিবীতে, তা আমার নয়।
বোবা পাথরের মত নিশ্চুপ অভিব্যক্তি আমার,
রন্ধ্রে রন্ধ্রে ঘৃণার উপঢৌকন।
সংসারের তাবত প্রেমের প্রতি ঘৃণা আমার,
ঘৃণা নিয়ে বাঁচি।
হাজার ফুলের পরাগমাখা ভালোবাসা আমার জন্য নয়,
ওসব আমার কান্নাজলে আঁকা নয়।
আমি তাই ভালোবাসি, যা নিয়ে বাঁচি।
কান্না নিয়ে বাঁচি।
প্রেমিকের ভাঙাস্বরে প্রেম নিবেদন আমার কাব্যে নেই,
আমার জগতে প্রেমিকের ঠাঁই নেই, প্রেমের ঠাঁই নেই।
প্রেমহীনতা নিয়ে বাঁচি।
প্রেমহীন জীবনে অপ্রেমের কাব্য লিখি।
প্রেমহীনতা আমার স্বাধিকার,
প্রেমহীনতা আমার মৌলিক অধিকার।