চোখের জলের একটা রঙ আছে, জানো?
ওটাকে আমি আগুনরঙ বলি।
সেসব ছাড়ো, তুমি বুঝবেনা।
তোমার কী দায় আগুনের কাছে যাওয়ার!
আগুন তোমায় ঝলসে দেবে, তোমার রুপালী শরীর পুড়িয়ে দেবে।
তোমার যা আছে লুট করে নেবে সব, গ্রাস করে নেবে চিরতরে।
তোমার কী দায় বলো আগুনে পোড়ার!
কখনো আমার চোখে তাকিয়েছ?
ভুলেও তাকিও না।
মনের ভুলে যে আগুনের সূত্রপাত, চোখ দিয়ে তাতে ঘি ঢেলো না।
ছাই হয়ে যাবো আমি, তুমি, আমরা।
শখ করে পুড়ে মরতে যেওনা।
শেষ রক্ষাটাও হবেনা!
এই শখকে আমি কী বলি জানো?
আগুনরঙা শখ।