কতদিন আর ভুগব,অন্ধকারে আলো হাতড়ে মৃতের মতোন ধুকব!
জীবন্মৃতের বন্ধুত্বকে অস্বীকার করব,কতদিন?
এখনও নিজের ছায়া দেখতে পাই।
মানুষ মরে গেলে কি মানুষের ছায়াও মরে যায়?
কতদিন দেখব আর?
সেই একখানা কালো বিষাদময় ঠান্ডা শীতল ছায়া পেছন পেছন ঘুরঘুর করে,
অস্তিত্বকে সঙ্গ দেয় আর একাকীত্বকে ভোগায়।
কতদিন স্বপ্ন দেখব?
রসিকতার বাহানায় তোমায় ছুয়ে দিই,আবার আলতো করে চুলে হাত রাখি।
আমার মতোন স্বপ্নভীরুদের স্বপ্ন কখনো সত্যি হয়না জানোতো?
ভয় নেই নীলাদ্রি!
কতদিন দিনান্তরের ফেরে তোমাকে ভালোবাসব?
আর কতদিন!
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৬