সংক্ষিপ্ত প্রয়োজনে
অপার্থিব বিলাসিতার
ব্যঙ্গাত্মক হাসিতে
ঝড়ে পরা অবজ্ঞাকে
কুড়িয়ে তুলে
সাজিয়ে রাখি হৃদয়ের এক কোণে।।
নির্লিপ্ত ঠোঁটজোড়া স্পর্শ করে
চোখের পানি আড়াল করে,
অসহায় আত্মসমর্পণ বাস্তবতার কারাগারে।
ভঙ্গুর জীবনযাত্রায়
কষ্টের এত আয়োজনে
স্বপ্ন দেখি তবু ; রঙিন সব স্বপ্ন।
সেসব স্বপ্ন আমি নিজে সাজাই,
সেসব স্বপ্নে আমি রাজা।
আমার স্বপ্নরাজ্য একটা রূপকথার জগত,
নির্লিপ্ত রূপকথা।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫