এই দুর্দিনে আমায় একদিন ডেকো,
নরম হাতের স্পর্শ দিয়ে আগলে আমায় রেখো।
এতটা সময় অভিমানে ব্যয় না করলেও পারতে।
প্রিয় তুমি আরেকটু হিসেবী হলেও তো পারতে!
কষ্টেসৃষ্টে জীবন আমার জলেই গেল ভেসে,
তবু তুমি প্রিয় আমায় ডাকলে নাকো এসে।
আজ যখনই হাতে আমার অন্য কারো হাত,
তোমার অনল-প্রেমের সাক্ষী অন্য কারো রাত।
অচীন কারো প্রেমে মগ্ন আমরা দুজনা,
প্রিয় তুমি আরেকটু হিসেবী অভিমান কেন করলে না?
এখন জীবন যায়গো তোমার ভিন্ন খেয়ায় বসে,
খেয়ার মাঝি নইগো আমি, হইনি আমি শেষে।
রাতের পরে রাত কেটে যায়, দিনের পরে দিন,
তোমার প্রেমে রইযে পড়ে আমি দিশাহীন।
আমায় ভেঙে একই হাতে অন্য যে মন গড়ো,
প্রিয় তোমার অভিমান কী আমার প্রেমের চেয়েও বড়ো?