তোমার এক ইশারায়
চন্দ্র-সূর্য গ্রহ-নক্ষত্র,
সব তাদের স্বাভাবিক নিয়মের বিপরীতে চলে যায়।
তুমি চাইলে ঝড় ওঠে, লণ্ডভণ্ড করে দেয় চারদিক,
আবার তোমার ইচ্ছাতেই
গ্রহাণুপুঞ্জ তাদের গতিপথ পালটে নেয়।
তুমি চেয়েছো বলেই বৃষ্টি হয়ে ঝড়ে গেছে কত মেঘ,
কত পাখি উড়ে বেড়িয়েছে আকাশে অবান্তর।
রঙ্ধনু পেয়েছে সাতরঙ,
সবুজে ছেয়ে গেছে গাছপালা প্রান্তর।
তুমি চেয়েছো তাই কত নদী গেছে শুকিয়ে,
শুকনো পাতারা ঝড়ে গেছে অবেলায়।
তোমার ইচ্ছাতেই কত রাত ভোর হয়,
কত আঁধার নীরবেই কেটে যায়।
এ মনোজগতে একচ্ছত্র আধিপত্য তোমার,
তুমি দেবী, তুমি ঈশ্বরী।